Advertisement

নতুন দুই বাইক আনছে হোন্ডা

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

নতুন দুই বাইক আনছে হোন্ডা
নতুন দুই বাইক আনছে হোন্ডা

তরুণ থেকে ষাটোর্ধ্ব, যে কোনো বয়সীদের কাছেই হোন্ডা বাইকের জনপ্রিয়তা রয়েছে। কম বাজেটের মধ্যে বেশি মাইলেজ দেবে এমন বাইক খুঁজলে হোন্ডা থাকবে শুরুতেই। সংস্থার বেশ কিছু মডেলের বাইক আছে বাজারে যেগুলো দামে সস্তা, তবে মাইলেজের বেলায় অনেক দামি বাইকের চেয়েও সেরা। তেমনই আরও দুটি বাইক বাজারে আনতে চলেছে হোন্ডা।

বাইকগুলোর ইঞ্জিন ১২৫ সিসির কম হবে, তবে এগুলোতে উপলব্ধ ফিচার্স, ডিজাইন এবং প্রযুক্তি সব ক্ষেত্রে যে কোনো প্রিমিয়াম বাইকের মতই হবে। আসুন দেখে নেওয়া যাক কোন বাইকগুলো আনছে হোন্ডা-

হোন্ডা সিবি১২৫ হর্নেট
হোন্ডার হর্নেট বাইকটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে যারা স্টাইল ও প্রযুক্তি উভয়ই চান। এই বাইকে একটি ১২৩.৯৪ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১০.৯৯ বিএইচপি শক্তি ও ১১.২ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যায়।

এর লুক খুবই আকর্ষণীয় ও বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এতে ৪.২ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ সংযোগ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইউএসবি সি চার্জিং পোর্ট, সামনের ইউএসডি ফর্ক ও দুটি চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস (এবিএস) এবং ডিস্ক ব্রেক উভয় চাকায় উপলব্ধ।

এই বাইকটি বাজাজ পালসার এন১২৫ এবং অন্যান্য ১২৫ সিসির বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে। বাংলাদেশে হোন্ডা সিবি১২৫ হর্নেটের আনুমানিক মূল্য ১ লাখ ৫৫ হাজার টাকা হতে পারে।

হোন্ডা শাইন ১০০ ডিএক্স
হোন্ডার এই বাইকে সবচেয়ে ভালো মাইলেজ এনে দেবে। কিন্তু এখন প্রিমিয়াম লুককেও প্রাধান্য দিতে চলেছে। এই বাইকটি শাইন ১০০-র একটি আপগ্রেডেড ভার্সন, এতে ৯৮.৯৮ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে যা ৭.২৮ বিএইচপি শক্তি ও ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে।

এতে ৪ স্পিডের গিয়ারবক্স রয়েছে, হেডলাইট ক্রাউল, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মত অনেক গুরুত্বপূর্ণ আপগ্রেড রয়েছে। সামনে হেডলাইট কাওলে ক্রোম টাচ এবং এক্সহস্টে ক্রোম হিট শিল্ড বাইকটিকে অন্য মডেলগুলোর থেকে আলাদা করেছে।

এই বাইকে স্টিলের তৈরি ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাঁচ ধাপে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজর্বার যোগ করা হয়েছে। পাশাপাশি ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে রয়েছে টিউবলেস টায়ার।

বাইকে রয়েছে বড় ফুয়েল ট্যাংক, নতুন আকর্ষণীয় গ্রাফিক্স। বাইকটি পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ইম্পেরিয়াল রেড মেটালিক, অ্যাথলেটিক ব্লু মেটাল, জেনি গ্রে মেটালিক- এই চার রঙে পাওয়া যাবে।

সূত্র: হিন্দুস্থান অটো

Lading . . .