Advertisement

যে কৌশলে সারাদিন ফোনের চার্জ ধরে রাখা যাবে

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

যে কৌশলে সারাদিন ফোনের চার্জ ধরে রাখা যাবে
যে কৌশলে সারাদিন ফোনের চার্জ ধরে রাখা যাবে

সকালে ঘুম ভাঙার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত স্মার্টফোনে নানান কাজে ব্যস্ত থাকেন। দিনের বেশিরভাগ সময় কাটছে স্মার্টফোন নিয়ে। এজন্য ফোন সর্বদা সম্পূর্ণ চার্জ থাকাও প্রয়োজন। কিন্তু দেখা যায় আপনি ঠিকই ফোন চার্জ করছেন। ১০০ শতাংশ চার্জ দেখেই ফোন হাতে নিলেন কিছুক্ষণ পরই চার্জ নেমে এলো ৫০ শতাংশে।

ফোনের চার্জ বাঁচাতে কয়েকটি কৌশল সজিখে রাখতে পারেন। এতে সকালে ফুল চার্জ করে বের হলেও সারাদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কী করবেন-

>> স্ক্রিনের ব্রাইটনেস যতটা পারেন কমিয়ে রাখুন। অটো ব্রাইটনেস ব্যবহার করতে পারেন। ডার্ক মোড ব্যবহার করলে চার্জ বাঁচে। অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী।

>> ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপের জ্যাম লেগে যায়। ব্যবহার করি না তাও পড়ে থাকে। তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে আনইন্সস্টল করুন। এতে একদিকে যেমন ফোনের চার্জ বাঁচবে তেমনি স্টোরেজও খালি হবে। অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখতে পারেন।

>> অনেক অ্যাপ আছে একবার ব্যবহার করলেও দিনভর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কি না খেয়াল রাখুন। এতে অনেক চার্জ নষ্ট হয়। সেটিংসে গিয়ে ব্যাটারি ইউসেজ দেখে সেগুলো সহজেই বন্ধ করতে পারেন।

>> অ্য়াপের ক্ষেত্রে অনেক পুরোনো ভার্সনের অ্যাপ অনেক সময় বেশি চার্জ খায়। তাই সেগুলো আপডেটড আছে কি না সেদিকে নজর রাখুন।

>> প্রয়োজন ছাড়া লোকেশন, ব্লুটুথ, ওয়াই-ফাই, মোবাইল ডাটা বন্ধ রাখুন। এতে ব্যাটারির খচরও কমবে। বিশেষ করে লোকেশন সবসময় চালু রাখলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়।

>> ব্যাটারি সেভার মোড চালু রাখতে পারেন। এই ফিচার নিজে থেকেই ব্যাটারির ব্যবহার নিয়ন্ত্রণ করতে থাকে। অ্যান্ড্রয়েড বা আইফোন দুটোতেই আছে ব্যাটারি সেভার বা লো পাওয়ার মোড।

>> লাইভ ওয়ালপেপার বা হেভি অ্যানিমেশন দেখতে অনেক ভাল লাগলেও চার্জ এতে অনেক বেশি লাগে। তাই এগুলো ব্যবহার বন্ধ করুন।

Lading . . .