Advertisement

হোয়াটসঅ্যাপ চ্যাটে কী লিখবেন তা বলে দেবে এআই

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

হোয়াটসঅ্যাপ চ্যাটে কী লিখবেন তা বলে দেবে এআই
হোয়াটসঅ্যাপ চ্যাটে কী লিখবেন তা বলে দেবে এআই

বার্তা আদান-প্রদান কিংবা ছবি-অফিসের জরুরি ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করছেন। আপনার আমার মতো কয়েকশ কোটি মানুষ প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে প্রতিদিন। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন নতুন ফিচার এনে থাকে এই প্ল্যাটফর্ম। আইফোন ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ টুল টেস্ট করছে সংশ্লিষ্ট সংস্থা। যার নাম এআই রাইটিং হেল্প অ্যাসিস্টেন্ট। এই ফিচারের সবচেয়ে বিশেষ বিষয়টি হলো কোনো মেসেজ পাঠানোর আগে মেসেজটিকে এআইয়ের মাধ্যমে আরও একটু উন্নত করার সুযোগ পাবেন। আপাতত বিটা ভার্সনে এই ফিচার টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে।

ওয়েবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, রাইটিং হেল্প টুলের সাহায্যে ব্যবহারকারী যে মেসেজই লিখবেন, তা ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী এডিট করে দেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। যেমন ধরুন, কারো মেসেজ যদি একটু জটিল হয়, তাহলে সেই মেসেজটিকে সহজবোধ্য এবং স্বচ্ছ করে তুলতে পারবে এই ফিচারটি।

অফিসের কাজের জন্য কেউ কোনো মেসেজ লিখলে তার মধ্যে আরও পেশাদারিত্বের ছোঁয়া এনে দেবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা চাইলে মজার মেসেজ লিখতে পারবেন। শুধু তা-ই নয়, কেউ চাইলে ইমোশনাল মেসেজ লিখে নিতে পারবেন এআই দিয়ে।

ফিচারের জন্য চ্যাট বক্সের মধ্যে একটি নতুন পেন আইকন ভেসে উঠবে। তাতে ট্যাপ করার পরে ব্যবহারকারীর লেখা ড্র্যাফ্ট হোয়াটসঅ্যাপের সিকিওর সিস্টেমে চলে যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা একাধিক বিকল্প পেয়ে যাবেন। ফলে ব্যবহারকারী নিজের লেখা আসল মেসেজ অথবা এআই দ্বারা প্রদত্ত নতুন ভার্সনটি পাঠানোর বিকল্প পেয়ে যাবেন।

আরও পড়ুন

সূত্র: সিনেট

Lading . . .