Advertisement

ISL-এর ভবিষ্যৎ কী? চিঠি দিয়ে AIFF-এর কাছে উত্তর চাইল AFC

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ISL ট্রফি,Ei Samay,
ISL ট্রফি,Ei Samay,

বুধবারই FIFA ও AFC-র পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল AIFF-কে। ভারতীয় ফুটবলের এই বেহাল দশায় যথেষ্ট ক্ষুব্ধ দুই সংস্থা। এখনও পর্যন্ত সংশোধিত সংবিধান প্রকাশ করতে পারেনি AIFF। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা। হুঁশিয়ারি দিয়েছে ব্যান করারও। এর মাঝেই নতুন করে চাপ বাড়ল AIFF-এর উপরে। ISL আয়োজন নিয়ে স্পষ্ট উত্তর চাইল AFC।

কয়েকদিন পরেই শুরু AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর খেলা। তবে এই মরশুমে ISL নিয়ে অনিশ্চয়তা থাকায়, আগামী মরশুমে আদৌ ভারত থেকে কোনও ক্লাব AFC-র টুর্নামেন্টে অংশ নিতে পারবে কি না, সেটা দ্রুত জানতে চায় AFC।

কী রয়েছে AFC-র চিঠিতে?

AIFF-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে একটি চিঠি লেখেন AFC-র জেনারেল সেক্রেটারি দাতুক সেরি উইন্ডসর জন। মূলত ISL-এর উপরে একটি তথ্যভিত্তিক রিপোর্ট চেয়েছেন তিনি। মার্কেটিং পার্টনারদের সঙ্গে বাণিজ্যিক চুক্তির কথা, সুপ্রিম কোর্টের থেকে কবে চূড়ান্ত নির্দেশ পাওয়া যাবে, ক্লাবের উপরে এই পরিস্থিতির প্রভাব, এবং লিগের ভবিষ্যৎ স্থিতিশীল করার জন্য কী কী সিদ্ধান্ত নিচ্ছে AIFF- এই চারটি বিষয়ে স্পষ্ট উত্তর চেয়েছে AFC।

AFC FIRES A LETTER TO AIFF

Unnecessary to burden the issue with a comment. The letter is self explanatory #IndianFootball pic.twitter.com/eAjgrDLexg

কেন ISL-এর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত AFC?

নিয়ম অনুযায়ী ISL-এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সরাসরি খেলার সুযোগ পায় AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলার। এর পাশাপাশি সুপার কাপে চ্যাম্পিয়ন দল খেলার সুযোগ পায় AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রিলিমিনারি পর্বে। এই মরশুমে সুপার কাপ হওয়া নিশ্চিত। তবে ISL না হলে অথবা সময়ের মধ্যে শেষ না হলে, আগামী মরশুমে ভারতের কোনও দল ACL ২-তে খেলবে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সে ক্ষেত্রে বিকল্প কোনও ব্যবস্থা করতে হবে AFC-কে।

ISL Trophy

তাই চিঠিতে AFC বলেছে, ‘২০২৫-২৬ সালের ISL-এর ফলের উপরে ভিত্তি করে নাকি অন্য কোনও টুর্নামেন্ট খেলে দলগুলি AFC-র টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে, সেটা জানতে চাই আমরা। তাই ভারতীয় ক্লাবগুলির অংশগ্রহণ নিয়ে AIFF ঠিক কী ভাবছে, সেই বিষয়ে স্পষ্ট উত্তর চাইছি। কারণ, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য AFC-র কাছে খুব গুরুত্বপূর্ণ এগুলি জানা।’

Lading . . .