Advertisement

ফিরতি টিকিট চূড়ান্ত, নেপাল থেকে বিকেলে ফিরছেন জামালরা

ঢাকা পোস্ট

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

নেপালে চলছে ছাত্র-জনতা আন্দোলন। নেপাল সরকার আন্দোলন দমাতে কারফিউ দিয়েছে। এরপরও ঘটছে প্রাণহানির ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে আজ বাংলাদেশ-নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ বাতিল হয়েছে।

বাংলাদেশ ফুটবল দলের কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইট ছিল আগামীকাল। খেলা না হওয়ায় এবং পরিস্থিতি খারাপ থাকায় বাফুফে আজই জামালদের দেশে আনছে।

গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানে বাংলাদেশ কন্টিনজেন্টের টিকিট বদলের জন্য বুকিং দিয়েছিল ফেডারেশন। আজ সকালে বিমান অফিসে টিকিট রিশিডিউল ফি প্রদান করেছে বাফুফে। এরপর বাংলাদেশ ফুটবল দলের ৩৩ টিকিট ইস্যু করেছে বিমান।

আজ নেপাল সময় বিকেল তিনটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হবে বাংলাদেশ দল। কিছুক্ষণের মধ্যেই টিম হোটেল ত্যাগ করে বিমানবন্দরের জন্য রওনা হবেন জামালরা। দুই ম্যাচ সিরিজে মাত্র একটি ম্যাচ হয়েছে। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।

এজেড/এএল

Lading . . .