Advertisement

লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নুনেজ!

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নুনেজ!
লিভারপুল ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন নুনেজ!

একে একে তারকা ফুটবরাররা ছেড়ে যাচ্ছেন লিভারপুলকে। গত মৌসুমের অন্যতম সেরা তারকা ছিলেন লুইজ দিয়াজ। কলম্বিয়ান এই স্ট্রাইকার এরই মধ্যে লিভারপুল ছেড়ে পাড়ি জমিয়েছেন বায়ার্ন মিউনিখে। এবার তার দেখাদেখি অ্যানফিল্ড ছাড়ছেন আরও এক তারকা। উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ।

ইএসপিএন জানিয়েছে, ডারইউন নুনেজ সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব আল হিলালে যাওয়াটা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। যদিও লিভারপুল এবং আল হিলালের মধ্যে চুক্তিটা চূড়ান্ত হয়নি এখনও। তবে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। ইএসপিএন জানিয়েছে, দুই ক্লাবের মধ্যে চুক্তিটা হচ্ছে ৫৩ মিলিয়ন ইউরোর।

২০২২ সালের গ্রীষ্মে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ৬৪ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন নুনেজ। গত তিন মৌসুমে অল রেডদের জার্সি গায়ে তিনি খেলেছেন ১৪৩টি ম্যাচ। গোল করেছেন ৪০টি। যদিও গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জিতেছিল, তবে নুনেজের ফর্ম ছিল বেশ হতাশাজনক। পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৭টি গোল করেছিলেন।

লুইজ দিয়াজের পর ডারউইন নুনেজের ক্লাব ছেড়ে যাওয়ায় ফরোয়ার্ড লাইন নিয়ে দুশ্চিন্তাতেই পড়তে হবে লিভারপুলকে। আবার এরই মধ্যে শোনা যাচ্ছে ফেডেরিকো চিয়েসা লিভারপুল ছাড়ার তোড়জোড় করছেন। অন্যদিকে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকে হুগো একিটিকে যোগ দিয়েছে লিভারপুলে।

Lading . . .