Advertisement

‘হ্যান্ডশেক ডায়ালগ’ নিয়ম দেখে অবাক ক্রুস

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

চলতি মৌসুমে ‘হ্যান্ডশেক ডায়ালগ’ নামে নতুন এক নিয়ম চালু করেছে জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগা। যে নিয়ম দেখে চরম বিস্মিত টনি ক্রুস। লিগ কর্তৃপক্ষের এই পদক্ষেপ আদতে কোনো কাজেই আসবে না বলে মনে করেন সাবেক জার্মান মিডফিল্ডার। অন্যান্য সমস্যার দিকে খেয়াল না করে এমন নিয়ম নিয়ে মাতামাতিতে ভালো কিছু দেখছেন না তিনি।

বুন্দেসলিগায় নতুন মৌসুমে চালু করা নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে উভয় দলের অধিনায়ক ও কোচরা রেফারির সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত আলোচনা করবেন। এমন নিয়মের মূল উদ্দেশ্য, দলগুলোর একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ানো ও ম্যাচ চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি এড়ানো।

অনেক সময় খেলোয়াড়রা রেফারির সঙ্গে তর্ক করতে থাকেন। এমনকি ম্যাচে ইচ্ছাকৃতভাবে ফাউল করেন ও খেলার পরিবর্তে সময় নষ্ট করেন। এই সমস্যাগুলো কমাতে নিয়মটি চালু করা হয়েছে। তবে নিয়মটি অনেকেরই পছন্দ হয়নি। আসরের প্রথম ম্যাচের পর কোলনের কোচ লুকাস কোয়াসনিওক যেমন এটিকে ‘ফালতু’ নিয়ম বলে মন্তব্য করেন। এই নিয়ম বাতিল করার আহ্বানও জানান তিনি।

এ বিষয়ে এক পডকাস্টে ক্রুস বলেছেন, ম্যাচের সময়ের আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই নিয়ম তেমন কাজে আসবে না। গত বছর অবসর নেওয়া বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডারের মতে, ভিএআরের মতো বড় বিষয়গুলোতে লিগ কর্তৃপক্ষের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।

ক্রুস বলেন, ‘আমি নিয়মটি দেখে খুবই অবাক হয়েছি। ভিএআরসহ অনেক সমস্যা রয়েছে। আমি জানতামও না যে এটি এখন চালু হচ্ছে। এর কোনো প্রভাব পড়বে না এবং কোনো মূল্য নেই। বিশেষ করে এটি ম্যাচের জন্য অধিনায়কদের প্রস্তুতি ব্যাহত করে। আপনি প্রস্তুতির মাঝপথে আছেন এবং সেই সময় বলতে হবে, আমরা একে অপরকে কতটা ভালোবাসি।’

এএল

Lading . . .