চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর ছাঁটাই হলেন মরিনহো
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

হাজারো সমর্থকের স্বপ্ন ছিল তার কাঁধে, ছিল আকাশ ছোঁয়া প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায়ের পথ ধরলেন হোসে মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর শুক্রবার তুরস্কের জায়ান্ট ক্লাব ফেনারবাচে জানাল, পর্তুগিজ এই কিংবদন্তি কোচের সঙ্গে তাদের চুক্তি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে শেষ হয়েছে।
৬২ বছর বয়সী মরিনহো গত বছরের জুলাইয়ে এএস রোমা ছাড়ার পর দায়িত্ব নেন ফেনারবাচের। তার আগমনে ইস্তাম্বুল যেন উৎসবে ভেসেছিল, বিমানবন্দরে হাজারো সমর্থকের ভিড়, রাস্তাজুড়ে উন্মাদনা। লক্ষ্য ছিল সুপার লিগে গালাতাসারের আধিপত্য ভেঙে এক দশক পর শিরোপা ঘরে তোলা, আর ইউরোপে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়া।
কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। মৌসুমের শুরু থেকেই দলে দেখা দেয় ছন্দপতন। ঘরোয়া লিগে অনিয়মিত পারফরম্যান্স, তার ওপর ইউরোপীয় ব্যর্থতা মরিনহোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সবশেষ ধাক্কা আসে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে। বুধবার রাতে বেনফিকার বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে থেমে যায় ফেনারবাচের ইউরোপ স্বপ্ন, আর তাতেই যেন শেষ অধ্যায় রচিত হয় মরিনহোর ফেনারবাচে যাত্রার।
চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড— ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর সাফল্যের সাক্ষী মরিনহো। তার ক্যারিয়ারে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ শিরোপা, অসংখ্য কাপ। তবে ইস্তাম্বুলে তার অধ্যায় হলো ক্ষণস্থায়ী, এক মৌসুম পূর্ণ হওয়ার আগেই শেষ হলো পথচলা।
তুর্কি ক্লাবটি এখনও মরিনহোর উত্তরসূরি হিসেবে নতুন কোচের নাম ঘোষণা করেনি।
আরও পড়ুন