Advertisement

‘ক্লাব ফুটবলে কাজ করার লক্ষ্যে বিকেএসপির চাকরি ছেড়েছি’

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

‘ক্লাব ফুটবলে কাজ করার লক্ষ্যে বিকেএসপির চাকরি ছেড়েছি’
‘ক্লাব ফুটবলে কাজ করার লক্ষ্যে বিকেএসপির চাকরি ছেড়েছি’

দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা। রেফারি হিসেবে এ অর্জন হলেও কোচিং তার পেশা। জার্সি-বুট খুলে রাখার পর তিনি কোচিং পেশায় যোগ দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চাকরি নিয়ে।

বিকেএসপিকে ৮ বছর সেবা দিয়ে গত ডিসেম্বরে প্রতিষ্ঠানটির কোচের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন রাঙ্গামাটির এই যুবতি। কয়েকদিন আগে তিনি এএফসি ‘এ’ লাইসেন্সধারী কোচ হয়েছেন। এখন ক্লাব কোচিংয়ে সম্পৃক্ত হতে চান সাবেক এই মিডফিল্ডার।

জাগো নিউজ: এএফসি 'এ' লাইসেন্স সম্পন্ন করার জন্য আপনাকে অভিনন্দন।

জয়া চাকমা: আপনাকে ধন্যবাদ।

জাগো নিউজ: আপনি দেশের প্রথম নারী ফিফা রেফারি। তবে কোচিং আপনার পেশা। কোচিংয়ে 'এ' লাইসেন্স করার পর এখন আপনার পরিকল্পনা কি?

জয়া চাকমা: আমি যেহেতু 'এ' লাইসেন্স করেছি তাই আমার লক্ষ্য হচ্ছে ক্লাব কোচিংয়ে যুক্ত হওয়া। আমি ক্লাব কোচিংয়ে যুক্ত হতে চাই।

জাগো নিউজ: কোনো ক্লাবের সাথে আপনার কথা হয়েছে?

জয়া চাকমা: তা হয়নি। তবে আগ্রহ প্রকাশ করলাম। সুযোগ পেলে আমি কাজ করবো।

জাগো নিউজ: আপনি বিকেএসপির চাকরি ছাড়লেন কেন?

জয়া চাকমা: দুটি কারণ। প্রথমত ব্যক্তিগত, দ্বিতীয়ত ক্লাবে যোগ দিয়ে পারফরম্যান্স লেভেলে কাজ করার উদ্দেশ্যে।

জাগো নিউজ: বিকেএসপিতে কতদিন ছিলেন?

জয়া চাকমা: আমি ২০১৬ সালে বিকেএসপিতে যোগ দিয়েছিলাম। ছেড়েছি গত ডিসেম্বরে।

জাগো নিউজ: বিকেএসপিকে কাজ করার এই ৮ বছরের আপনার উল্লেখ্যযোগ্য সাফল্য কি?

জয়া চাকমা: আমি চারবার ভারতের দিল্লিতে সুব্রত কাপে বিকেএসপি অনূর্ধ্ব-১৭ মেয়েদের দলের কোচ ছিলাম। প্রথম তিনবার চ্যাম্পিয়ন ও শেষবার রানার্সআপ হয়েছিল বিকেএসপি। প্রথম তিনবারই আমি সেরা কোচ হয়েছিলাম।

জাগো নিউজ: কোচিংয়ের 'বি' ও 'সি' লাইসেন্স কতসালে সম্পন্ন করেছিলেন?

জয়া চাকমা: ২০১৩ সালে 'সি' ও ২০১৮ সালে 'বি' লাইসেন্স করেছিলাম। এবার করলাম 'এ'। আমি এবং লিনা চাকমা এবার এএফসি 'এ' লাইসেন্স করলাম।

জাগো নিউজ: ফুটবল ক্যারিয়ার নিয়ে কিছু বলেন।

জয়া চাকমা: ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত আমি ফুটবল খেলেছি। বিজেএমসির হয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলেছি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত। দিপালী সংঘের হয়ে লিগ খেলেছি ২০১৩ সালে।

জাগো নিউজ: আন্তর্জাতিক ফুটবল খেলেছেন অবশ্যই?

জয়া চাকমা: হ্যাঁ। আমি ২টা ইন্দো-বাংলা গেমসে খেলেছি। ২ বার এএফসি কোয়ালিফাইং খেলেছি এবং ২০১০ সালে ঢাকা এসএ গেমসে খেলেছি।

জাগো নিউজ: ধন্যবাদ।
জয়া চাকমা: আপনাকেও ধন্যবাদ।

আরআই/আইএইচএস/

Lading . . .