প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের ড্রয়ের পর বালক টুর্নামেন্টের ড্র হয়েছে। এতে বাংলাদেশ এ গ্রুপে পড়েছে। এই গ্রুপের স্বাগতিক চীন।
অ-১৭ বালক টুর্নামেন্টের বাছাইয়ে ৩৮ দল অংশগ্রহণ করেছে। ৩৮ দল সাত গ্রুপে বিভক্ত হয়েছে। এ থেকে সি গ্রুপে ছয়টি করে দল এবং ডি থেকে জি গ্রুপে পাঁচটি করে দল। বাংলাদেশ এ গ্রুপে ছয় দলের গ্রুপে পড়েছে। স্বাগতিক চীনের সঙ্গে গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ বাহরাইন, তিমুরলিস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।
বাছাইয়ে সাত গ্রুপের সাত চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। সাত গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে কাতারে ফিফা অ-১৭ বিশ্বকাপে এশিয়ার ৯ প্রতিনিধি কাতার, উজবেকিস্তান, সৌদি আরব, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান,তাজিকস্তান, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
বাংলাদেশ অ-১৭ দল ইতোমধ্যে অনুশীলন ও ক্যাম্প শুরু করেছে। যশোরের শামসুল হুদা একাডেমীতে কোচ গোলাম রব্বানী ছোটন সাফ অ-১৭ টুর্নামেন্ট সামনে রেখে প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। সাফের টুর্নামেন্টের পর বাংলাদেশ এএফসি আসরে খেলবে। ২২-৩০ নভেম্বর সাত দেশের সাত ভেন্যুতে টুর্নামেন্টের বাছাই হবে।
এজেড/এএল