দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আজ বাংলাদেশের মেয়েরা
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

কিছুদিন আগেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। একই ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছে অনূর্ধ্ব-২০ দল। এশিয়ান কাপের মূল পর্ব থেকে মাত্র ১ পয়েন্ট দূরে রয়েছে সাগরিকা-তৃষ্ণারা। আজ রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বাছাই পর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারানোর পর পূর্ব তিমুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই ম্যাচে জয় পেলেও টেবিলের শীর্ষে উঠতে বাংলাদেশ তাকিয়ে ছিল রাতে দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক লাওসের মধ্যকার ম্যাচের দিকে।বাংলাদেশের গ্রুপের টপ ফেবারিট দক্ষিণ কোরিয়া। তাই ধারণা করা হয়েছিল, রাতে লাওসের বিপক্ষে দক্ষিণ কোরিয়া বড় ব্যবধানে জিতবে। তবে তারা মাত্র ১-০ গোলে জেতায় গ্রুপ শীর্ষে রয়েছে বাংলাদেশই। দুই দলেরই দুই ম্যাচ শেষে পয়েন্ট ৬।
তবে বাংলাদেশ গোল করেছে ১১টি ও দক্ষিণ কোরিয়া ১০টি। এক গোল বেশি করায় দক্ষিণ কোরিয়াকে টপকে বাংলাদেশ আছে টেবিলের শীর্ষে। তাই শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এমনটি হলে প্রথমবারের আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের টিকিট পাবে সাগরিকারা। কিন্তু কোরিয়ার বিপক্ষে নিজেদের অপরাজিত রাখা সহজ হবে না। কারণ, প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী কোরিয়া। তবে নিজের শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ বাটলার। তার ধারণা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে মেয়েরা।
বাটলার বলেন, এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলবো, আমি মনে করি ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিব। তবে আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি সেটা আমরা শিখবও।
আরও পড়ুন