Advertisement

বৈঠকে খুলল না ISL জট, ডুরান্ড শেষেই শুরু সুপার কাপ?

এই সময়

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ডুরান্ড শেষেই শুরু সুপার কাপ?,Ei Samay
ডুরান্ড শেষেই শুরু সুপার কাপ?,Ei Samay

ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কাটছে না কিছুতেই। ISL নিয়ে অনিশ্চয়তায় ক্লাবের কাজকর্ম স্থগিত করেছে ওডিশা, বেঙ্গালুরু এবং চেন্নাইয়িন এফসি। যার ফলে দলের খেলোয়াড় ও কর্মীরা কোনও কাজ করবেন না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ISL-এর ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসার কথা ছিল AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবের। কিন্তু ISL আয়োজন নিয়ে কোনও কার্যকরী সমাধান বা সুরাহা হয়নি এই মিটিংয়ে। তবে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে AIFF। সেপ্টেম্বরের শেষেই হতে পারে এই টুর্নামেন্ট। আর কী জানা গেল বৈঠকে?

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে ISL। এই পরিস্থিতিতে আট ক্লাবকে নিয়ে ডাকা বৈঠকে অংশ নেয়নি ৬টি ক্লাব। বৈঠকের জন্য প্রস্তুত নয় তারা, এমনটাই জানায়। শুধুমাত্র নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পাঞ্জাব এফসির CEO অংশ নিয়েছিলেন বৈঠকে। এছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, মহামেডান ও চেন্নাইয়িন এফসি থাকবে না, এই বৈঠকে সেটা আগেই জানিয়েছিল ক্লাবগুলি। FSDL-এর পক্ষ থেকেও কেউ আসেননি।

🗣️ "We are anticipating [Super Cup] should be in the second or third week of September. Some teams need 6–8 weeks to complete prep and bring back players. In our next meeting, we’ll announce the kickoff date." – AIFF President Kalyan Chaubey

🎥 @Sportsfan_77777 #IndianFootball pic.twitter.com/EH2rfQ2jDm

বৈঠকে কল্যাণ চৌবে জানান, আইনি পথেই ভরসা রাখছে AIFF। ২৪ অগস্ট শেষ হবে ডুরান্ড কাপ। তার পরেই আয়োজন করা হতে পারে সুপার কাপের। ততদিনে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তও জানা যাবে, এমনটাই আশা করছে AIFF। তাই এই বছরেই ISL হবে, এমনটাই শোনা গেল কল্যাণের মুখে।

সুপার কাপ আয়োজন নিয়ে কল্যাণ চৌবে বলেন, ‘আমরা আশা করছি সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হবে সুপার কাপ। কিছু কিছু দলের ৬-৮ সপ্তাহ সময় প্রয়োজন প্র্যাক্টিস এবং প্লেয়ারদের ফিরিয়ে আনার জন্য। তাই পরবর্তী মিটিংয়ে আমরা চূড়ান্ত সূচি ঘোষণা করব।’

"Both the ISL and Super Cup will happen this year, just that the Super Cup will be held before the Indian Super League"

- Kalyan Chaubey during AIFF-ISL clubs press conference #IndianFootball pic.twitter.com/26wz01Zwnx

সূত্রের খবর, আইএসএল নিয়ে নিশ্চয়তা পেলেই তবেই সুপার কাপে অংশ নেবে ক্লাবগুলি। কারণ, শুধুমাত্র সুপার কাপের জন্য দল বানাতে চাইছে না তারা। সাধারণত সুপার কাপ জয় ISL-এর বিরতিতে। যেটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে। এ বার যেহেতু ISL সময়ে শুরু হচ্ছে না তাই সেই সময়ে সুপার কাপ করতে চাইছে ফেডারেশন, এতে ফুটবল মরশুমের মাঝে বড় ফাঁক তৈরি হবে না।

East Bengal Super Cup Win

সুপার কাপ নিয়ে আশার কথা বললেও ক্লাবের কাজকর্ম স্থগিত করা এবং ফুটবলার-কর্মীদের বেতনের বিষয়ে AIFF হস্তক্ষেপ করতে পারবে না, সেটাও স্পষ্ট করেছেন কল্যাণ।

Lading . . .