Advertisement

গ্যালারি জুড়ে লাল-সাদার দাপট, ডুরান্ড ফাইনালে হিরো ডায়মন্ড হারবার FC-র সমর্থকরা

এই সময়

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

নজর কাড়লেন সমর্থকরা,সৌজন্যে DCOC,ডায়মন্ড হারবার এফসির দেওয়া টিফো,সৌজন্যে অর্ণব চক্রবর্তী,নর্থইস্টের সমর্থকদের টিফো
নজর কাড়লেন সমর্থকরা,সৌজন্যে DCOC,ডায়মন্ড হারবার এফসির দেওয়া টিফো,সৌজন্যে অর্ণব চক্রবর্তী,নর্থইস্টের সমর্থকদের টিফো

প্রথমবার ডুরান্ড কাপের মঞ্চে, আর প্রথমবারেই জয়ের দোরগোড়ায় ডায়মন্ড হারবার এফসি। ভারতের অন্যতম সফল কোচ কিবু বিকুনার অধীনে শূন্য থেকে শুরু করা দল ইতিহাস তৈরির অপেক্ষায়। সেই ইতিহাসের সাক্ষী থাকতে যুবভারতীতে হাজির দর্শকরা। কেউ বাটানগর আবার কেউ ডায়মন্ড হারবার, অনেকে আবার মহেশতলা থেকে এসেছেন। ম্যাচের আগে যুবভারতীর বাইরে একের পর এক বাসের সারি, সঙ্গে দলের নামে স্লোগান। কেউ প্রথমবার মাঠে এলেন আবার কেউ ধারাবাহিকভাবে মাঠে আসেন। সবার মুখে একটাই কথা, নতুন দল হিসেবে ইতিহাস লিখবে ডায়মন্ড হারবার।

বাংলায় ফুটবল, বাঙালির ফুটবল মানেই ইস্টবেঙ্গল বা মোহনবাগানের নিশ্চিত উপস্থিতি। অন্তত ডুরান্ড কাপের পরিসংখ্যান সেটাই বলছে। মহামেডান রয়েছে অনেকটাই পিছিয়ে। কিন্তু, ভাদ্র মাসের বৃষ্টিভেজা বিকেল নতুন ছবি দেখল। উঠে এল অপর এক শক্তি।

আগেই ঘোষণা হয়ে গিয়েছিল ডুরান্ড ফাইনালের দিন আত্মপ্রকাশ করবে ডায়মন্ড হারবার এফসির নতুন ফ্যানক্লাব DHFC নেভিগেটরস। তারা এ দিন মাঠে বিশাল টিফো নিয়ে হাজির। একটা বাঘের ছবি আর অন্যটায় রয়েছে টিমের ছবি। কিবু বিকুনাকে নিয়েও বিশেষ টিফো নামালেন সমর্থকরা।

Diamond harbour fc vs north east united fc

৩০ হাজার দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তাদের অধিকাংশই এসেছেন ডায়মন্ড হারবার এফসি-র সমর্থনে। নর্থইস্ট ইউনাইটেডও পিছিয়ে নেই। সংখ্যায় কম হলেও দর্শকরা শুরু থেকেই গলা ফাটাচ্ছেন দলের হয়ে। মাঠে এসেছেন বলিউড তারকা ও নর্থইস্টের অন্যতম কর্ণধার জন আব্রাহামও।

Diamond harbour fc vs north east united fc

তবে গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে বাংলার ফুটবলের সম্মান রক্ষার ভার বছর চারেক আগে জন্ম নেওয়া একটা ক্লাবের হাতে। তাই দুই প্রধানের কর্তারাও তাদের সমর্থকদের ডায়মন্ড হারবারের জন্য গলা ফাটাতে বলেছেন। ডায়মন্ড হারবারের সমর্থকরাও গালে লাল নীল সাদা রং লাগিয়ে এসেছেন।

Lading . . .