ক্যাবরেরাকে নিয়ে এবার বোমা ফাটালেন বাফুফের আরেক সদস্য কানন
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

কিছুদিন আগে জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ দাবি করে ন্যাশনাল টিমস কমিটির পদ হারিয়েছেন বাফুফেন নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন। রাজধানীর রাওয়া ক্লাবে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতেই শাহিন বলেছিলেন, ‘আমার একদফা হলো ক্যাবরেরার পদত্যাগ। দেশের সব মানুষেরও সেই দাবি।’
এর কয়েকদিন পর বাফুফের সভাপতি তাবিথের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটির সদস্য পদ থেকে শাহিনকে অব্যাহাতি দেয় বাফুফে। আজ (সোমবার) কোচ ক্যাবরেরাকে নিয়ে বোমা ফাটিয়েছেন বাফুফের আরেক সদস্য ছাইদ হাছান কানন। তিনি ন্যাশনাল টিমস কমিটির সদস্য। ছাইদ হাছান কানন গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের কারণ হিসেবে কোচের বাজে ট্যাকটিসকে দায়ী করেছেন।
বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যাবরেরা ও তার কোচিং স্টাফদের কাঠগড়ায় তোলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক এই তারকা ফুটবলার।
সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে একসাথে চার পরিবর্তনকে কোচের বাজে ট্যাকটিস হিসেবে উল্লেখ করে ন্যাশনাল টিমস কমিটির এই সদস্য বলেছেন, ‘একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করাটা আমার কাছে খুব বাজে লেগেছে। একজন সাবেক খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে এই বিষয়গুলো আমাকে হতাশ করেছে।’
রাকিবকে আক্রমণভাগে খেলানো প্রসঙ্গে কানন বলেন, ‘আল–আমিন নামার পর রাকিব কেন রাইটব্যাকে খেললেন? জামাল ভূঁইয়াকে কেন মাঠে নামানো হয়নি? ভুটান ম্যাচে জামালের সেটপিস থেকেই হামজা গোল করেছিলেন। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ১১টি সেটপিস পেয়েছিলাম- জামাল থাকলে অন্তত একটি গোলের সুযোগও তো পেতাম। রাকিব হোসেনকে রাইটব্যাকে খেলাতে দেখে অবাক হয়েছি। রাকিব যে রাইটব্যাক খেলেছে, সেটা নাকি কোচ জানতেন না! তাহলে কোচিং স্টাফের কাজ কী ছিল? এটা আসলেই প্রশ্নবিদ্ধ।’
তাহলে এমন কোচকে রাখছেন কেন? কেন আপনারা এই কোচকে বিদায় করছেন না? এমন প্রশ্নের জাবাবে ছাইদ হাছান কানন বলেন, ‘কমিটির সদস্য হিসেবে আমরা পরামর্শ দিতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের।’
আরও পড়ুন