প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

লাওসের ভিয়েনতানে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে খেলছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বাংলাদেশ প্রথমার্ধে এগিয়ে আছে ১-০ গোলে। ৩৬ মিনিটে গোলটি করেছেন সাগরিকা।
এশিয়ান কাপ বাছাই, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লক্ষ্যপূরণের পর এবার আরেকটি মিশন শুরু হয়েছে বাংলাদেশের মেয়েদের। এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। এই গ্রুপে বাংলাদেশ ও লাওস ছাড়া রয়েছে দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
খেলা হচ্ছে ৮ গ্রুপে। গ্রুপসেরাদের সাথে সেরা তিন রানার্সআপ উঠবে এশিয়ান কাপে। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে স্বাগতিকরা খেলবে সরাসরি। বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া থাকায় সেরা হওয়া বিশাল চ্যালেঞ্জের। অন্য দুই ম্যাচ জিতলে বাংলাদেশের সামনে সেরা তিন রানার্সআপের একটি হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
কয়েক মাস ধরে দেশের নারী ফুটবলে সুসময় যাচ্ছে। অনূর্ধ্ব-২০ দল যদি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে তাহলে পিটার বাটলারের দলের মাধ্যমে ফুটবলে আরেকটি ঐতিহাসিক অর্জন হবে বাংলাদেশের। যে দুটি ম্যাচকে পাখিল চোখ করেছেন মেয়েরা তার প্রথম পরীক্ষা চলছে লাওসের বিপক্ষে ম্যাচে।
বাংলাদেশের জন্য লাওসের বিপক্ষে বেশি গুরুত্বপূর্ণ। লাওস ও পূর্ব তিমুরকে হারাতে পারলে বাংলাদেশের সামনে একটা সম্ভাবনা থাকবে। লড়াইটা হাড্ডাহাড্ডিই হচ্ছে। লাওস ও বাংলাদেশ দুই দলই গুছিয়ে খেলার চেষ্টা করছে।
বাংলাদেশ প্রথমার্ধে দুটি সুযোগ পেয়ে একটি কাজে লাগিয়ে লিড নিয়েছে। ৩৬ মিনিটে ডান দিক থেকে শান্তি মার্ডির কর্নারে সাগরিকা হেডে গোল করেন। ৪১ মিনিটে সিনহা জাহান শিখার বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে না এলে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করতে পারতো বাংলাদেশ।
আরও পড়ুন