Advertisement

কোয়ার্টারে ওঠার লড়াই, কখন ও কোথায় দেখবেন মোহনবাগান-ডায়মন্ড হারবার ম্যাচ?

এই সময়

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

মুখোমুখি মোহনবাগান ও ডায়মন্ড হারবার,Ei Samay
মুখোমুখি মোহনবাগান ও ডায়মন্ড হারবার,Ei Samay

শেষপথে পৌঁছে গিয়েছে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলা। প্রতিটি দলই খেলে ফেলেছে অন্তত দুটি করে ম্যাচ। এ বার গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে যাওয়াই লক্ষ্য দলগুলির। শনিবার সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই নামছে কলকাতার দুই বড় দল মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসি। এই মুহূর্তে দুই দলেরই পয়েন্ট সমান। দুটি ম্যাচ খেলে প্রত্যেকটায় জিতেছে দুই দলই। পেয়েছে ৬ পয়েন্ট। এই ম্যাচে যে জিতবে, তারাই সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। তাই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় ফুটবলপ্রেমীরা।

প্রথম ম্যাচেই মহামেডানের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে BSF-কে হারিয়েছে ৪-০ গোলে। তবে এই ম্যাচে চোটের জন্য অনেক প্রধান ফুটবলারদের পাবে না মোহনবাগান। তাই প্রথম একাদশ সাজানো নিয়ে কিছুটা চাপে কোচ হোসে মোলিনা। তবে খেলতে পারেন জেসন কামিংস।

𝐌𝐀𝐂𝐂𝐀 𝐓𝐈𝐌𝐄 ⏳🔥 #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/cT3w0hamnn

অন্য দিকে শুরুটা দারুণ করেছে ডায়মন্ড হারবার এফসিও। প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতেছিল ২-১ গোলে। তবে BSF-কে কার্যত উড়িয়ে দেয় ৮-১ গোলে। ফর্মে আছেন ডায়মন্ড হারবারের দুই বিদেশি ক্লেটন ও লুকা মাজসেন। ডুরান্ডে ২ ম্যাচ খেলে চার গোল করেছেন ক্লেটন। লুকার ঝুলিতে তিন গোল। তাই এই জুটিকে আটকানো বড় চ্যালেঞ্জ মোহনবাগানের কাছে।

Mohun Bagan vs Diamond Harbour FC

কোন অঙ্কে সরাসরি কোয়ার্টারে যাবে মোহনবাগান?

এই ম্যাচে জিতলে বা ড্র করলে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াবে ৭। সেক্ষেত্রে সরাসরি শেষ আটে পৌঁছে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচ হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের এবং ম্যাচের ফলাফলের দিকে।

Tonight's 🎯: 𝐐 ✅ #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/VyE6M9pGyj

কোথায় হবে ম্যাচ?

যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্যাচ। সন্ধে ৭টা থেকে শুরু খেলা।

কোথায় দেখবেন ম্যাচ?

সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচের। টিভিতে দেখানো হবে সোনি টেন ২ চ্যানেলে। তা ছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও লাইভ দেখা যাবে মোহনবাগানের ম্যাচ। এর জন্য জিও নম্বরে বৈধ রিচার্জ থাকতে হবে।

Lading . . .