Advertisement

আবার লাওস রওনা আফিদাদের

ঢাকা পোস্ট

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

সপ্তাহ দুয়েক আগেই লাওস থেকে অ-২০ নারী এশিয়া কাপ নিশ্চিত করে দেশে ফিরেছিলেন আফিদারা। আজ আবার লাওসের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। এবার অবশ্য বাংলাদেশ নয়, ভুটানের ক্লাবের হয়ে খেলতে লাওস যাত্রা।

ভুটানের রয়্যাল থিম্পু কলেজ ক্লাব এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। গত বছর থিম্পুতে খেললেও এবার তাদের খেলা পড়েছে লাওসে। তাই আজ ভুটান সময় বিকেলে লাওস যাত্রা আফিদা, তহুরা, শামসুন্নাহার, রিপা ও স্বপ্না রাণীর। অধিনায়ক আফিদা ও স্বপ্না রাণী শুধু এএফসি টুর্নামেন্টে খেলার জন্যই ভুটানী ক্লাবে নিবন্ধিত হয়েছেন।

বাংলাদেশ দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও এখনো এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না। অথচ ভুটানের ক্লাব প্রতি বছর খেলছে। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুন নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।

লাওসে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ খেলে আফিদা ও স্বপ্না দেশে ফিরবেন। এই ক্লাবে বাংলাদেশের অন্য তিন ফুটবলার ভুটানের ঘরোয়া লিগ খেলবেন। যা নভেম্বর পর্যন্ত চলার কথা। রয়্যাল থিম্পু কলেজ গত আসরের লিগ চ্যাম্পিয়ন।

এজেড/এএল

Lading . . .