Advertisement

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন গ্রুপে কিংস

ডেইলি স্টার

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংসকে। বৃহস্পতিবার হওয়া ড্রয়ে কিংস জায়গা পেয়েছে শক্তিশালী 'বি' গ্রুপে।

পাঁচবারের বিপিএল চ্যাম্পিয়ন কিংস লড়বে ওমানের আল-সিব ক্লাব, লেবাননের আল-আনসার এফসি এবং কুয়েতের কুয়েত এসসির বিপক্ষে, যারা প্রত্যেকেই গত মৌসুমে নিজেদের ঘরোয়া লিগে রানার্সআপ হয়েছিল।

প্রথম পর্বে সিরিয়ার শক্তিশালী আল-কারামাহ এসসিকে কাতারের দোহায় ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কিংস।

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু হবে আগামী ২৫ অক্টোবর থেকে।

ড্রয়ের ফলাফল:

গ্রুপ এ: আলতিন আসির এফসি (তুর্কমেনিস্তান), আল-শাবাব ক্লাব (ওমান), পারো এফসি (ভুটান, স্বাগতিক), এফসি আব্দিশ-আটা (কিরগিজস্তান)

গ্রুপ বি: আল-সিব ক্লাব (ওমান), আল-আনসার এফসি (লেবানন), কুয়েত এসসি (কুয়েত, স্বাগতিক), বসুন্ধরা কিংস (বাংলাদেশ)

গ্রুপ সি: রেগার-তাদআজ এফসি (তাজিকিস্তান), সাফা এসসি (লেবানন), আল-আরাবি এসসি (কুয়েত), মুরাস ইউনাইটেড এফসি (কিরগিজস্তান, স্বাগতিক)

গ্রুপ ডি: ম্যানিলা ডিগার এফসি (ফিলিপাইন), প্রিহ খান রিচ স্বাই রিয়েং এফসি (কম্বোডিয়া, স্বাগতিক), এসপি ফ্যালকন্স (মঙ্গোলিয়া), এজরা এফসি (লাওস)

গ্রুপ ই: ডেওয়া ইউনাইটেড এফসি (ইন্দোনেশিয়া, স্বাগতিক), শান ইউনাইটেড এফসি (মিয়ানমার), তাইনান সিটি এফসি (তাইওয়ান), ফনম পেন ক্রাউন এফসি (কম্বোডিয়া)।

Lading . . .