চ্যাম্পিয়ন্স লিগের ড্র : নজর থাকবে যেসব সংখ্যায়
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

২০২৪-২৫ মৌসুম থেকে উয়েফা ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করে আসছে। এবার ২০২৫-২৬ মৌসুমও একই আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) রাতে ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় ড্র অনুষ্ঠান শুরু হবে।
নতুন ফরম্যাটে প্রতিটি দল গ্রুপপর্বে মুখোমুখি হবে ৮ প্রতিপক্ষের সঙ্গে। সেপ্টেম্বরে শুরু হয়ে পরবর্তী বছরের জানুয়ারি পর্যন্ত চলবে এই গ্রুপপর্ব। এভাবে যথাক্রমে প্লে-অফ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে কোন ৩৬ দল খেলবে এই টুর্নামেন্টে। যেখানে সবচেয়ে বেশি দাপট রয়েছে ইউরোপের পাঁচ শীর্ষ লিগধারী দেশের– ইংল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্স।
সংখ্যায় চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬
৪
ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে নাম লিখিয়েছে ৪টি দল। নরওয়ের বোডো/গ্লিম্ট, কাজাখস্তানের কাইরাত আলমাটি, সাইপ্রাসের পাফোস এফসি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।
৬
ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী ক্লাব সংখ্যা ছয়টি, যা দেশভিত্তিক রেকর্ড সর্বোচ্চ। প্রিমিয়ার লিগের চারটি নির্ধারিত আসন ছাড়াও, ইউরোপীয় প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের জন্য একটি বোনাস আসন এবং ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম এই তালিকায় যুক্ত হয়েছে।
৮
লিগপর্বে প্রতিটি দলের জন্য নির্ধারিত ম্যাচ সংখ্যা। আগের ৩২ দলের গ্রুপ-ফরম্যাটে ছিল ৬ ম্যাচ করে, যা গত মৌসুম তেকে বেড়ে হয়েছে ৮–এ।
১৫
রেকর্ড সংখ্যক শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান (৭ বার), যদিও এবার তারা যোগ্যতা অর্জন করতে পারেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এবার প্রথমবারের মতো শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।
আরও পড়ুন
১৭
গত মৌসুমে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের অবস্থান ছিল ১৭তম। যা চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো দলের মধ্যে ইতিহাসে সর্বনিম্ন।
১৪৪
নতুন ফরম্যাটে মোট ম্যাচ সংখ্যা। আগে ৩২ দলের গ্রুপ-পর্বে ম্যাচ ছিল ৯৬টি।
২০০৭
নরওয়ে থেকে শেষবার ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণকারী ক্লাব ছিল। এবার ১৮ বছর পর বোডো/গ্লিম্ট দেশটির প্রতিনিধিত্ব করবে, যা ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ।
৭০০০
প্রথমবার ইউসিএল খেলতে যাওয়া কাইরাত আলমাটি (কাজাখস্তান) থেকে লিসবনের (পর্তুগাল) দূরত্ব সাত হাজার কিলোমিটার। কাজাখস্তান পর্তুগাল ও ইংল্যান্ডের সময়ের থেকে চার ঘণ্টা এগিয়ে। কাজাখে খেলতে যাওয়া প্রতিপক্ষকে লম্বা পথ পাড়ি দিতে হবে।
১৯.৬
ইউসিএলে অংশ নেওয়ার মধ্য দিয়েই ১৯.৬ মিলিয়ন ইউরো পকেটে পুরবে প্রতিটি দল। সর্বনিম্ন র্যাঙ্কধারী কাইরাতেরও সেই পরিমাণ আয় নিশ্চিত। এর বাইরে ম্যাচের ফলাফল, র্যাঙ্কিংয়ে অবস্থান ও সম্প্রচার আয়ের অংশ যুক্ত হলে আর্থিক অঙ্কটা আরও বাড়বে।
১৫০
আগামী ৩০ মে হতে যাওয়া ইউসিএল ফাইনালে শিরোপাজয়ী দলের সম্ভাব্য মোট আয় হতে পারে ১৫০ মিলিয়ন ইউরো।
২.৪৭
এবারের ইউসিএলের জন্য উয়েফার বরাদ্দ ২.৪৭ বিলিয়ন ইউরো। যা দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগের তুলনায় চার গুণেরও বেশি।
এএইচএস