Advertisement

‘প্যালেস্তাইনের পেলে’-র মৃত্যুতে UEFA-র পোস্টে অখুশি, ক্ষোভ উগরে দিলেন মোহামেদ সালাহ

এই সময়

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

,Ei Samay
,Ei Samay

বর্তমানে বিশ্বে অন্যতম চর্চিত বিষয় ইজ়রায়েল-প্যালেস্তাইন সংঘাত। সম্প্রতি গাজ়ার উপরে আবার আক্রমণ করেছে ইজ়রায়েল। দক্ষিণ গাজ়া উপত্যকায় ত্রাণশিবিরে সাহায্য নিতে গিয়েছিলেন অনেক সাধারণ মানুষ। তখনই হামলা চালায় ইজ়রায়েল। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ছিলেন প্যালেস্তাইনের ৪১ বছর বয়সি ফুটবলার সুলেমান আল-ওবেইদ। প্যালেস্তাইনের পেলে নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত ফুটবলপ্রেমীরা।

UEFA-র পক্ষ থেকে একটি পোস্ট করা হয় এই নিয়ে। কিন্তু তাতে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। এতেই ক্ষুব্ধ হয়েছেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ।

কেন ক্ষোভ উগরে দিয়েছেন মোহামেদ সালাহ?

UEFA-র ওই পোস্টে লেখা হয়, ‘প্যালেস্তিনীয় পেলেকে বিদায় জানাই। উনি একজন প্রতিভাবান ফুটবলার ছিলেন, যিনি অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশার আলো দেখিয়েছেন।’ তবে কী ভাবে মারা গিয়েছেন তিনি, সেই সম্পর্কে কিছু লেখা হয়নি পোস্টে। এটা মোটেই ভালো ভাবে নেননি মোহামেদ সালাহ।

Can you tell us how he died, where, and why? https://t.co/W7HCyVVtBE

UEFA-র ওই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘উনি কোথায়, কী ভাবে এবং কেন মারা গিয়েছেন, সেটা সম্পর্কে জানাতে পারবেন?’ সালাহ-র এই পোস্টের অবশ্য কোনও জবাব দেয়নি UEFA। তবে এই প্রথম নয়, এর আগেও প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছেন মোহামেদ সালাহ। প্রতিবাদ করেছেন ওই দেশের উপরে হামলার।

পরে UEFA প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার সেফেরিনকে উদ্ধৃত করে নিজেদের ফেসবুক পেজে একটি পোস্ট করে প্যালেস্তাইন ফুটবল সংস্থা। সেখানে লেখা হয়, ‘কঠিন অবস্থার মধ্যেও মানুষকে আনন্দ দিয়েছিলেন আল-ওবেইদ। ওঁর প্রতিভা এবং পরিশ্রম প্যালেস্তাইনের শিশুদের স্বপ্ন দেখতে শিখিয়েছে। ওঁর মৃত্যু বিশ্ব ফুটবলের কাছে বড় ক্ষতি।’

সব মিলিয়ে ২০২৩ সাল থেকে ইজ়রায়েল-হামাস সংঘাতে ফুটবলার, কোচ, রেফারি, ক্লাবের সদস্য মিলিয়ে প্যালেস্তাইনের ফুটবল জগতের মোট ৩২৫ জন মারা গিয়েছেন।

Lading . . .