দেশের জার্সিতে দাপট পেদ্রি-মেরিনোর, তুরস্ককে ৬ গোলে ওড়াল স্পেন
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বড় জয় পেল স্পেন। রবিবার তুরস্কের বিরুদ্ধে ম্যাচে ৬-০ গোলে জয় পেল স্প্যানিশ আর্মাডা। ক্লাবের পরে এ বার দেশের জার্সিতে দাপট দেখালেন পেদ্রি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেসরা। হ্যাটট্রিক করলেন আর্সেনালের তারকা ফুটবলার মিকেল মেরিনো, জোড়া গোল পেদ্রির। তুরস্ককে জেতাতে পারলেন না রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার আর্দা গুলের। অন্য ম্যাচে জয়ে ফিরল জার্মানি। ৩-০ গোলে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাল তারা।
স্পেন বনাম তুরস্ক ম্যাচ
বিশ্বকাপের বাছাই পর্বে দাপট জারি রইল স্পেনের। প্রথম ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে তুরস্ককে কার্যত দুরমুশ করেছে তারা। ম্যাচের শুরুতেই ৬ মিনিটের মধ্যে এক ডিফেন্ডারকে টপকে কার্লিং শটে গোল করে পেদ্রি এগিয়ে দেন স্পেনকে।
🏁 𝗙𝗜𝗡𝗔𝗟 𝗘𝗡 𝗞𝗢𝗡𝗬𝗔.
De esos partidos que no se olvidan jamás.
🇹🇷 🆚 🇪🇸 | 0-6 | 90+2' #VamosEspaña | #CopaMundialFIFA pic.twitter.com/6Iqpu7ziSd
এর পরেই মিকেল মেরিনোর জাদু। ২২ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি আসে তাঁর পা থেকেই। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আসে তৃতীয় গোল। পেদ্রির পাস থেকে লিড বাড়ান মেরিনো। তবে ইয়ামাল, নিকো উইলিয়ামসরা অনেক সুযোগ মিস করায় গোলসংখ্যা বাড়েনি।
📈 𝟲 𝗽𝘂𝗻𝘁𝗼𝘀 𝗱𝗲 𝟲 𝗽𝗼𝘀𝗶𝗯𝗹𝗲𝘀.
España avanza con paso firme hacia el Mundial.
ℹ️ https://t.co/hsgslsMFwC #VamosEspaña | #CopaMundialFIFA pic.twitter.com/5XpFgAdfiL
দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের একটা স্পেলে তিন গোল তুলে নেয় স্পেন। ৫৩ মিনিটে পেদ্রি ও ইয়ামালের ঠেকে বল পেয়ে গোল করেন ফেরান তোরেস। ৫৭ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মেরিনো। ৬২ মিনিটে শেষ গোল করেন পেদ্রি। এই ম্যাচ জেতায় ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে স্পেন।
🌧️ Llueve.
🇹🇷 🆚 🇪🇸 | 0-6 | 80' #VamosEspaña | #CopaMundialFIFA pic.twitter.com/AdAZXTqNAd
জার্মানি বনাম নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচ
বাছাই পর্বের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে ০-২ গোলে হেরে গিয়েছিল জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফিরল তারা। ৩-১ গোলে হারিয়ে দিল নর্দার্ন আয়ারল্যান্ডকে। প্রথমে সের্গে ন্যাব্রির গোলে এগিয়ে যায় জার্মানি। তবে ৩৪ মিনিটে সমতা ফেরান নর্দার্ন আয়ারল্যান্ডের ইসাক প্রাইস।
Big games, huge results 👀 #FIFAWorldCup
দ্বিতীয়ার্ধে নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান ভির্ৎজ়ের গোলে জয় পায় জার্মানি। ২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রইল তারা। অক্সিজেন পেল মূলপর্বে পাওয়ার দৌড়ে।