Advertisement

আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

এই সময়

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ইস্ট বেঙ্গল দল,Ei Samay
ইস্ট বেঙ্গল দল,Ei Samay

এই সময়: নিয়মরক্ষার ম্যাচ। কিন্তু রবিবার ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোটেই গা ছাড়া মেজাজ দেখাতে চায় না ইস্টবেঙ্গল টিম। আগের দুটো ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ আর নামধারী এফসিকে ১-০ হারিয়ে অস্কার ব্রুজ়োর টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে।

এই অবস্থায় তাঁর লক্ষ্য কী? শনিবার প্রেস মিটে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের জবাব, ‘টিমের জয়ের এই ধারাবাহিকতার ধরে রাখাই প্রথম কাজ।’ দু’ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া দেশের বায়ুসেনা টিমের বিরুদ্ধে জিতলেই জয়ের হ্যাটট্রিকের হবে লাল হলুদ ব্রিগেডের। টিমের জন্য তো বটেই সদস্য-সমর্থকদের উৎসাহ বাড়ানোর জন্যও সেটাই করতে চাইছেন অস্কার। তিনি বলেছেন, ‘টিমের খারাপ সময়ে সমর্থকরা কষ্ট পেয়েছেন। এ বার তো তাঁদের আনন্দ এনে দিতেই হবে।’

অস্কার এই ম্যাচে অবশ্য টিমে বেশ কিছু বদল করতে চান। শুরু থেকে খেলতে পারেন আর্জেন্তিনীয় স্টপার কেবিনকে। শুরু করতে পারেন পরিবর্ত হিসেবে নেমেই আগের ম্যাচে গোল পাওয়া মরক্কোর হামিদ আহদাদ। কোচের কথায়, ‘সকলকে দেখে তো নিতেই হবে। কারণ প্রি-সিজ়ন আলাদা করে হয়নি। এই প্রস্তুতির মঞ্চেই তাই সকলকে সুযোগ দিতে হবে।’

অস্কার মন্তব্য করতে চাননি। কিন্তু ঘটনা হলো, মোহনবাগান জিতে যাওয়ায় ১৭ অগস্ট কোয়ার্টার ফাইনালে হতে পারে ডার্বি। এয়ারফোর্সের বিরুদ্ধে সেই ডার্বিরই প্রস্তুতি সেরে নেবে ইস্টবেঙ্গল।

Lading . . .