Advertisement

২০ বছর ম্যানইউর কোচ থাকতে চান আমোরিম

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

২০ বছর ম্যানইউর কোচ থাকতে চান আমোরিম
২০ বছর ম্যানইউর কোচ থাকতে চান আমোরিম

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর আর কোনো কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে তিন বছরের বেশি থাকতে পারেননি। কিন্তু ক্লাবটির বর্তমান কোচ রুবেন আমোরিম বলেছেন, তিনি ওল্ড ট্র্যাফোর্ডে ২০ বছর থাকতে চান। পাশাপাশি পর্তুগিজ কোচ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ম্যানইউ আবারও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে।

গেল নভেম্বরে নিয়োগ পাওয়ার পর ম্যানইউর ডাগআউটে শুরুটা ভালো হয়নি আমোরিমের। বর্তমানে প্রথম পূর্ণ মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন তিনি। পর্তুগিজ কোচের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি রয়েছে (আরও এক বছর বাড়ানোর অপশনসহ) ম্যানইউর।

আমোরিম বলেন, ‘আমি ২০ বছর থাকতে চাই। এটাই আমার লক্ষ্য এবং আমি সত্যিই এতে বিশ্বাস করি। কিছু না কিছু ঘটবেই, সেটি সবসময়ই ঘটে। কোনো কোনো সময়ে আমি ভাগ্যবান হবো। আমার কোচিং ক্যারিয়ারে অনেকবার আমি ভাগ্যবান হয়েছি এবং আমার পরিকল্পনা হচ্ছে অনেক বছর এখানে থাকার। তবে আমরা জানি ফলাফলই শেষ কথা। গত মৌসুমে আমি সব ক্রেডিট ব্যবহার করেছি, কিন্তু আমি নতুনভাবে শুরু করতে প্রস্তুত।’

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫তম অবস্থানে ছিল ম্যানইউ, যা ছিল গত ৫০ বছরে ক্লাবটির সবচেয়ে বাজে পারফরম্যান্স।

২০০৮ সালে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর আর ইউরোপে বড় শিরোপা জেতেনি ম্যানইউ। প্রিমিয়ার লিগের শেষ শিরোপা এসেছে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে। তবে দীর্ঘ প্রতীক্ষার পরও আমোরিম আত্মবিশ্বাসী। তার আশা, সাফল্য আবার ফিরবে ওল্ড ট্রাফোর্ডে।

আমোরিম বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। কারণ কিছু বিষয় আছে যা টাকায় কেনা যায় না, আর এই ক্লাব তা ধরে রেখেছে- ঐতিহ্য, ইতিহাস, সমর্থক। আমাদের তা আছে। এরপর অর্থের বিষয় আসে। আমাদের কাছে টাকা আছে, এমনকি চ্যাম্পিয়নস লিগ না খেলেও। ভবিষ্যতে আরও টাকা থাকবে। আমরা সবকিছু করছি।’

আর্থিক সংকটের শঙ্কা উড়িয়ে দিয়ে আমোরিম বলেন, ‘আপনি যদি ওমার বেরাদা (সিইও) এবং অন্যদের সঙ্গে কথা বলেন, তারা ভবিষ্যতে আরও রাজস্ব বাড়ানোর জন্য পরিকল্পনা করছে। অর্থ কোনো সমস্যা হবে না। তারপর আসে সংস্কৃতি। ঐতিহ্য, অর্থ মিলিয়ে আবার আমাদের জায়গায় ফিরে যেতে পারবো। এটা একেবারে পরিষ্কার।’

এদিকে, আমোরিম ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরাতে ম্যানইউতে নতুন একটি লিডারশিপ গ্রুপ গঠন করেছেন।

ওল্ড ট্রাফোর্ডে সংস্কৃতি পরিবর্তন তার প্রধান লক্ষ্যগুলোর একটি। এজন্য তিনি মার্কাস রাশফোর্ডকে বাদ দিয়েছেন ও প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরের দল থেকে আলেহান্দ্রো গার্নাচোকেও ছাঁটাই করেছেন।

৪০ বছর বয়সী আমোরিম ছয়জন খেলোয়াড়কে ড্রেসিংরুম পরিচালনার দায়িত্ব দিয়েছেন। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ এই লিডারশিপ গ্রুপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এছাড়া আরও আছেন লিসান্দ্রো মার্টিনেজ, হ্যারি ম্যাগুয়ের, দিয়োগো ডালোত, নুসায়ের মাজারুই এবং টম হিটন।

আমরিম বলেন, ‘সংস্কৃতি পরিবর্তন শুধু কোচের কাজ নয়, এটা পুরো ক্লাবের ব্যাপার। আমি একা সব করতে পারি না। তবে এ বছর আমার পাশে আরও অনেকে আছে। এখন নেতৃত্ব দেওয়ার মতো একটি দল আছে। শুধু ব্রুনো বা হ্যারি নয়, এখন ছয়জন রয়েছে। ছোটখাটো বিষয়গুলো ওরাই দেখবে। আমি বলেছি, এগুলো এখন তোমাদের দায়িত্ব।’

ফুটবলারদের ওপর কড়াকড়ি আরোপ করেছেন আমোরিম। কেউ যেন নিয়মের বাইরে যেতে না পারেন, সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি। আগেভাগেই সতর্ক করে দিয়েছেন।

আমোরিম বলেন, ‘নিয়ম মানতেই হবে। যদি কেউ অনুশীলনে ঠিকভাবে না করে, আমি ভিডিও ফুটেজ দেখিয়ে দেব। সবার সামনে তা দেখাবো। শুধু কথায় নয়, প্রমাণ দেখাবো।’

Lading . . .