Advertisement

‘ভয়’ থেকে লাওস জয় সাগরিকার

ঢাকা পোস্ট

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

লাওসের বিপক্ষে বাংলাদেশের দুই গোলদাতা সাগরিকা ও মুনকি
লাওসের বিপক্ষে বাংলাদেশের দুই গোলদাতা সাগরিকা ও মুনকি

বাংলাদেশ সিনিয়র দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। অনূর্ধ্ব-২০ দলের স্পটলাইটটা মোসাম্মৎ সাগরিকার ওপর। সাফ অ-২০ নারী টুর্নামেন্টের ফাইনালে একাই চার গোল করেছিলেন। আজ (বুধবার) এএফসি অ-২০ নারী বাছাইয়েও জোড়া গোল করলেন স্বাগতিক লাওসের বিপক্ষে। এতে বাংলাদেশের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

বাংলাদেশকে জিতিয়ে বেশ খুশি রাঙামাটির মেয়ে সাগরিকা। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরেছি।’ লাওসের সঙ্গে বাংলাদেশের মেয়েদের সচরাচর খেলা হয় না। সিনিয়র দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে, আবার স্বাগতিকও। তাই খানিকটা শঙ্কাও কাজ করছিল সাগরিকাদের মনে, ‘আসলে আমরা জানতাম না কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। যখন খেলাটা ধরতে পেরেছি, তখন আর সমস্যা হয়নি– ভালো লাগছে খেলাটা।’

লাওসের স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা এসেছিলেন সাগরিকাদের উৎসাহ যোগাতে। দেশ থেকেও অনেক ফুটবলপ্রেমী নজর রেখেছিলেন লাওসে। সমর্থকদের আরও সমর্থন চেয়ে সাগরিকা বলেন, ‘যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সাপোর্ট দিলে আমরা ভালো কিছু করব ও ভালো খেলা উপহার দেব।’

আরও পড়ুন

সাগরিকার জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোল করেছেন মুনকি আক্তার। তিনিও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজ অনেক সমর্থন পেয়েছি। আশা করি সামনে আরও সাপোর্ট দেবে এবং আমরা জয় আনব।’ নিজের গোল নিয়ে মুনকির প্রতিক্রিয়া, ‘লাওসের বিপক্ষে গোল করব ভাবিনি। গোল পেয়ে ভালো লাগছে।’ নিজের গোল ও জয়ের অভিজ্ঞতার জন্য প্রথমে পরিবার ও তার কোচকে ফোন করবেন।

আজকের ম্যাচের পর এক প্রতিক্রিয়ায় নারী দলটির ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘সব সময় প্রথম ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। এতে সামনে চলার পুঁজি দাঁড়ায়।’ বাংলাদেশ প্রায় পুরো ম্যাচই প্রাধান্য বিস্তার করলেও লাওসের এক গোল পরিশোধের পর ম্যাচ ড্রয়ের শঙ্কা জেগেছিল। এ নিয়ে কোচ বলেন, ‘আমরা ভালোই ডিফেন্স করেছি। কিছু সময় ঝুঁকি ছিল। আমরা এভাবেই খেলি। কেউ এটা পছন্দ করে, আবার কেউ করে না।’

এজেড/এএইচএস

Lading . . .