মোহামেডান-বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ কাপের লড়াই পিছালো
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসের মধ্যকার চ্যালেঞ্জ কাপ তিন দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আগের সূচিতে ম্যাচটি হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর।
পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কারণ হিসেবে দেখানো হয়েছে, বাংলাদেশ জাতীয় দল ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। সেখানে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত থাকবেন দুই ক্লাবের বেশ কয়েকজন ফুটবলার।এদিকে এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু। তবে লিগ চ্যাম্পিয়ন হিসেবে ভেন্যু বেছে নেওয়ার অধিকার রয়েছে মোহামেডানের।জানা গেছে, আসন্ন ২০২৫-২৬ মৌসুমের জন্য জাতীয় স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে আবেদন করেছে তারা। ফলে ধারণা করা হচ্ছে, এই ঐতিহ্যবাহী মাঠেই চ্যালেঞ্জ কাপের লড়াই হবে।পেশাদার লিগ কমিটির বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর ১০ দল নিয়ে নতুন মৌসুমের বিপিএল শুরু হবে।ফেডারেশন কাপ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। এবারের মৌসুমে দুটি বিরতি থাকবে অক্টোবর ও নভেম্বরে, প্রতিটি ২০ দিন করে। অক্টোবরে বিরতি রাখা হয়েছে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণের কারণে।
কিংস আগামী ২৫ অক্টোবর থেকে কুয়েতে খেলবে। একই সময়ে বাংলাদেশ জাতীয় দল এশিয়ান কাপ বাছাইপর্বে নামবে।হংকংয়ের বিপক্ষে ম্যাচ দুটি হবে ৯ ও ১৪ অক্টোবর। এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন