Advertisement

দীর্ঘমেয়াদি পার্টনার থেকে আর্থিক ক্ষমতা, একগুচ্ছ দাবি নিয়ে AIFF-কে চিঠি ISL ক্লাবগুলোর

এই সময়

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

কী জানাল ISL-এর ক্লাবগুলো?,Ei Samay,কল্যাণ চৌবে,ছবি সৌজন্যে: ANI,
কী জানাল ISL-এর ক্লাবগুলো?,Ei Samay,কল্যাণ চৌবে,ছবি সৌজন্যে: ANI,

ISL-এর ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ শুরু করে দিয়েছে AIFF। নতুন কমিটি গঠন করা হয়েছে নির্বাচনের জন্য, পাশাপাশি নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়াও শুরু করেছে। সুপার কাপ অক্টোবর মাসে আয়োজিত হবে, সবকিছু ঠিক থাকতে তার পর শুরু হতে পারে ISL। যদিও আয়োজক কোন সংস্থা হবে সেটা ঠিক নয়, তার জন্য টেন্ডার ডেকেছে। এই পরিস্থিতিতে এ বার ISL নিয়ে AIFF-এর কাছে চিঠি লিখল অংশগ্রহণকারী ক্লাবগুলো।

সোমবার অর্থাৎ, ৮ তারিখ ISL-এর ১০টা দল AIFF-কে চিঠি লেখে। তাদের মূল দাবি ছিল ISL-এর কমার্শিয়াল রাইটস বা ব্যবসায়িক স্বত্ব যেন ঠিকঠাক সংস্থাকে দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, AIFF যেন এমন সংস্থাকে ব্যবসায়িক স্বত্ব দেয় যাদের লম্বা সময় ধরে ভারতীয় ফুটবলে বিনিয়োগের জন্য আর্থিক ক্ষমতা রয়েছে।

১৫ সেপ্টেম্বর AIFF টেন্ডার ডাকবে। যেখানে থাকবে সব শর্ত। ক্লাবগুলো চাইছে, টেন্ডার এমনভাবে তৈরি করা হোক, যাতে দীর্ঘ সময়ের পরিকল্পনা থাকে। ১৫ সেপ্টেম্বর টেন্ডার ডাকার পর ১৫ অক্টোবরের মধ্যে পুরো প্রক্রিয়াকে শেষ করতে হবে।

Kalyan Chaubey

ক্লাবগুলো চিঠিতে কী লিখেছে ফেডারেশনকে?

৭ সেপ্টেম্বর, ২০২৫ সালে AIFF যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা তাকে স্বাগত জানাই এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আশা করছি AIFF এমন এক কমার্শিয়াল পার্টনার বাছবে যারা দীর্ঘ সময় থাকতে পারবে। এটা ক্লাবগুলোর কাছে গুরুত্বপূর্ণ। কারণ যেই সংস্থা আসবে তারা দীর্ঘ সময়ের জন্য থাকলে, ক্লাবগুলো আর্থিক পরিকল্পনা করতে সুবিধা হবে। লম্বা সময়ের জন্য স্পনসর নিতে পারবে এবং আচমকা হওয়া আর্থিক পরিস্থিতিগুলো এড়িয়ে যেতে পারবে।’

আর্থিক দিক থেকে শক্তিশালী হতে হবে

ক্লাবগুলো জানিয়েছে, AIFF যে টেন্ডার কমিটি তৈরি করেছে তারা যেন এমন সংস্থাকে বেছে নেয় যারা বিনিয়োগ করতে পারবে এবং যাদের খেলাপির কোনও ইতিহাস নেই। ক্লাবগুলো আরও জানায়, তাদের এমন পার্টনার লাগবে যাদের অভিজ্ঞতা রয়েছে কী ভাবে ISL-এর মতো লিগকে সামলানো যায়। ক্রীড়া প্রশাসনে অভিজ্ঞতা দেখে তবেই সেই সংস্থাকে চূড়ান্ত করার দাবি জানানো হয়েছে।

লম্বা সময়ের জন্য নিশ্চয়তা

ক্লাবগুলোর চিঠিতে ছত্রে ছত্রে ছিল দীর্ঘ সময়ের কথা। কারণ ভারতীয় ফুটবলে গত কয়েক বছরে দেখা গিয়েছে কোনও ফুটবল ক্লাবই লম্বা সময়ের জন্য স্পনসর পায়নি। প্রতি বছর বদল হয়েছে। অনেক ক্লাব আবার প্রধান স্পনসর ছাড়াই খেলেছে। সেটা নিয়ে ক্লাবগুলোর লেখে, ‘আমরা বিশ্বাস করি খেলায় প্রশাসনের বিষয়ভিত্তিক দক্ষতা বিবেচনা করা উচিত। ভারতীয় ফুটবলের উন্নতি আটকে রয়েছে বিশ্বাসযোগ্যতা, পরিচালনা এবং আর্থিক ক্ষমতার উপর। ফলে কমার্শিয়াল পার্টনার সেভাবেই বাছা উচিত।’

ISL clubs

গত শনিবার ভার্চুয়ালি AIFF-এর এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয়। যেখানে চূড়ান্ত হয় ফেডারেশনের রিকোয়েস্ট ফর কোটেশন বা RFQ প্রসেস। যেটার মধ্যে দিয়ে একটি সংস্থাকে বেছে নেওয়া হবে যারা AIFF-এর ব্যবসায়িক স্বত্ব সামলাবে। এতদিন যেটা সামলাত FSDL. পাশাপাশি ISL-এর নির্বাচন করার জন্য একটি বিড ইভালিউশন কমিটি বা BEC গঠন করা হয়। তিন সদস্যের এই কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও। এ ছাড়াও রয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। পাশাপাশি সেই বৈঠকে সুপার কাপের তারিখও চূড়ান্ত হয়।

Lading . . .