বিদেশি কোচের বেতন না দিয়ে ফিফার কাঠগড়ায় বসুন্ধরা কিংস
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

গত মৌসুমে বসুন্ধরা কিংসের কোচ ছিলেন ভ্যালেরিও তিতা। রোমানিয়ান এই কোচকে এবার বিদায় করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে কোচ তিতা ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তার তিন মাসের বেতন, পুরস্কারের টাকা ও বিমান ভাড়া দেয়নি বসুন্ধরা কিংস।
গত বছর জুলাইয়ে অস্কার ব্রুজনের জায়গায় বসুন্ধরা কিংসের দায়িত্ব নিয়েছিলেন তিতা। রোমানিয়ান এই কোচের অধীনে বসুন্ধরা কিংস বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগে বাজে ফর্মের কারণে তাকে ছাঁটাই করা হয়।
কেবল দলটির সাবেক প্রধান কোচ তিতাই নন, ফিফায় নালিশ করেছেন ট্রেনার খলিল খলিন চারকৌনও। ফিফার কাছে দুই বিদেশির নালিশে বিপাকে পড়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। এ বিষয়ে বসুন্ধরা কিংস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত মৌসুমে আর্থিক সমস্যার কারণে বসুন্ধরা কিংস থেকে কয়েকজন বিদেশি খেলোয়াড়ও চলে যান। এরপর তৃতীয় স্থানে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি। কিংস থেকে ছাঁটাই হওয়ার পর গত জুনে ওমানের ক্লাব আল-সিবে যোগ দেন তিতা।
আরও পড়ুন