Advertisement

জন্মদিনে মুলারের হ্যাটট্রিক, ভ্যানকুভারের গোলউৎসব

ডেইলি স্টার

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জন্মদিনে নিজেই যেন নিজের জন্য উপহার বানালেন টমাস মুলার। জার্মান কিংবদন্তি তুলে নিলেন দারুণ এক হ্যাটট্রিক। সঙ্গে এমানুয়েল সাব্বি করলেন জোড়া গোল। তাতে তাদের দাপুটে প্রদর্শনীতে ভ্যানকুভার হোয়াইটক্যাপস এমএলএসে ৭–০ গোলে উড়িয়ে দিল ফিলাডেলফিয়া ইউনিয়নকে।

শনিবার রাতে নিজেদের মাঠে এই জয়ে শুধু যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল ভ্যানকুভার, তাই নয়, একই সঙ্গে নিশ্চিত করেছে এমএলএস কাপ প্লে–অফের টিকিটও।

ম্যাচের ১৮ মিনিটেই গোল করেন মাথিয়াস লাবর্দা। সেবাস্টিয়ান বারহাল্টারের কর্নার থেকে হেড করে গোলরক্ষক অ্যান্ড্রু রিককে পরাস্ত করেন তিনি। ছয় মিনিট পর আলি আহমেদের নিখুঁত পাস থেকে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন সাব্বি।

এরপর মঞ্চে আসেন মুলার। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও স্পটকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ৪–০তে। বিরতির পরও দমে যায়নি ভ্যানকুভার। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে ৫–০ করেন সাব্বি।

প্রথম দলে চুক্তি সই করার মাত্র একদিন পরই অভিষেক ম্যাচে গোল পান রায়ান এলৌমি। ৮০ মিনিটে তার গোলেই ৬–০ ব্যবধানে এগিয়ে যায় হোয়াইটক্যাপস। আর ৮৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুলার। এমএলএসে তিন ম্যাচে এটা তার চতুর্থ গোল।

এই জয়ে ভ্যানকুভার পেল টানা দ্বিতীয় জয়। ২৮ ম্যাচে ১৫টি জয় ও ৬টি ড্রয়ে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। অপরাজিত ধারাও বাড়াল তিন ম্যাচে (২ জয়, ১ ড্র)। প্লে–অফ নিশ্চিত করার খবর আসে আগে, যখন এলএএফসি ৪–২ গোলে হারায় সান হোসে আর্থকোয়েকসকে।

Lading . . .