Advertisement

ACL 2-র ম্যাচের আগে প্রস্তুতি, গোয়ার বিরুদ্ধে নজর কাড়লেন কামিংস-শুভাশিস

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

মোহনবাগান,ছবি: instagram,
মোহনবাগান,ছবি: instagram,

এই সময়: ক্লোজ়ড ডোর প্র্যাক্টিস ম্যাচ। কিশোর ভারতী স্টেডিয়ামের ভিতরে লড়াই মোহনবাগান বনাম এফসি গোয়ার। যে দুটো টিমই খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু–এর গ্রুপ পর্বে। মোহনবাগানের প্রতিপক্ষ যখন তুর্কমেনিস্তানের আহাল এফসি, তখন গোয়ার সামনে আল জাওরা। তার আগে মঙ্গলবার সকালে প্র্যাক্টিস ম্যাচে গোল করতে পারল না মোহনবাগান এবং গোয়া।

ম্যাচ গোলশূন্য শেষ হলেও দুই টিমই নিজেদের বেশ কিছু দিক দেখে নিল‍। অনেক দিন পরে চোট কাটিয়ে ম্যাচে নামলেন মোহনবাগানের শুভাশিস বসু। মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা রবসন এ বার আকর্ষণের কেন্দ্রে। তাঁকে এই ম্যাচে ৮০ মিনিটে লিস্টনের পরিবর্তে নামিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা।

একটা গোলমুখী শট নিয়েছেন রবসন। তবে প্রায় পুরো ম্যাচ খেলে নজর কেড়েছেন কামিংস। পরিবর্ত হিসেবে নামেন ম্যাকলারেন, দিমিত্রিও। মোহনবাগান শুরুতে মাত্র দু’জন বিদেশি টম ও কামিংসকে নিয়ে খেলে। মানোলো মার্কেসের গোয়া শুরু থেকে ৬ বিদেশি নিয়ে খেলে। গোয়ার অ্যাটাক সামাল দেন বাগানের নতুন তারকা মেহতাব সিং।

এরই মাঝে মঙ্গলবার জয় গুপ্তাকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। এফসি গোয়ার এই ডিফেন্ডারের সঙ্গে চার বছরের চুক্তি করেছে লাল হলুদ। কোচ অস্কার ব্রুজ়ো বলেছেন, ‘জয় গুপ্তা শুধু ভালো ডিফেন্ডার তাই নয়, আক্রমণেও সাহায্য করে।’

আর ইস্টবেঙ্গলের ২৭ নম্বর জার্সি গায়ে চাপাতে পেরে উচ্ছ্বসিত জয় বলেছেন, ‘আমি গর্বিত। ক্লাব তো বটেই, আমাদের কোচ অস্কার যে ভাবে আমার প্রতি ভরসা রেখেছেন, তা আমায় বাড়তি প্রেরণা দিচ্ছে। জাতীয় টিমের হয়ে আমার অভিষেক কলকাতার মাঠে হয়েছিল। এ বার সেই কলকাতার এত বড় ক্লাবের হয়ে খেলব। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

Mohun Bagan Super Giant

মোহনবাগান এসিএলে খেললেও ইস্টবেঙ্গলের বড় পরীক্ষা সেই সুপার কাপে। যা শুরু হবে ২৫ অক্টোবর থেকে। অর্থাৎ টিম সেট করতে হাতে অনেক সময় পাচ্ছেন কোচ অস্কার।

Lading . . .