শেষ আটে ইস্টবেঙ্গল-মোহনবাগান, রাস্তা খোলা ডায়মন্ড হারবারের, কোন অঙ্কে?
প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

জমে উঠেছে ডুরান্ড কাপের শেষ আটের লড়াই। প্রতিটা গ্রুপে চারটে করে দল রয়েছে। মোট ৬টা গ্রুপের শীর্ষে থাকা দল ও সেরা হয়ে দ্বিতীয় স্থানে শেষ করা দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। দুটো গ্রুপ বাদ দিলে বাকি চারটে গ্রুপ থেকে একটি করে দল গ্রুপ শীর্ষে থেকে চলে গিয়েছে। গ্রুপ D ও F বাকি রয়েছে। তবে বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর ইস্টবেঙ্গল ও মোহনবাগান কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কী অবস্থা শহরের আরও এক দল ডায়মন্ড হারবার এফসির? তারা কি যেতে পারবে শেষ আটে? দেখে নিন পরিসংখ্যান।
কী ভাবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ঠিক করা হবে (Durand Cup 2025 Quarter Final)?
ছটা গ্রুপের শীর্ষ দলের পাশাপাশি বাকি গ্রুপগুলোতে দ্বিতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে থেকে সেরা দুটো দলকে বেছে নেওয়া হবে গোল পার্থক্যের দিক থেকে। সেই হিসেবে কোন দল কত গোলে জিতেছে সেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দেখে নেওয়া যাক ৬টা গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর গোল পার্থক্য কত?
গ্রুপA -তে দ্বিতীয় স্থানে রয়েছে নামধারী এফসি। তাদের গোলপার্থক্য ৩।
গ্রুপ B -তে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তাদের গোলপার্থক্য ৪। আগে এই পার্থক্য বেশি থাকলেও মোহনবাগান ম্যাচে ৫ গোল খাওয়ার পর এই গোল পার্থক্য কমেছে। তবে ডায়মন্ড হারবার এফসি দৌড়ে রয়েছে।
গ্রুপ C -তে দ্বিতীয় স্থানে থাকা ইন্ডিয়ান আর্মির সম্ভাবনা কম। তাদের গোলপার্থক্য শূন্য। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের।
গ্রুপ D -তেও ছবিটা একই। ITBP দলের গোলপার্থক্য ১। সম্ভাবনা কম তাদের।
গ্রুপ E -র সেকেন্ড বয় শিলং লাজং এফসি। তারা তিনটে ম্যাচ খেলে ৬ পয়েন্টে রয়েছে। তাদের গোল পার্থক্য ৮। এই গ্রুপ থেকে কোয়ালিফাই করেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি।
গ্রুপ F -এ রিয়াল কাশ্মীর এফসি দ্বিতীয় স্থানে থাকলেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
এই তালিকা অনুযায়ী, সেকেন্ড বেস্ট দল হতে পারে শিলং লাজং ও ডায়মন্ড হারবার এফসি। যদিও এখনও অনেকগুলো গ্রুপের ম্যাচ রয়েছে, সেক্ষেত্রে সেই ম্যাচগুলোর দিকেও নজর রাখতে হবে। মঙ্গলবার জানা যাবে চূড়ান্ত তালিকা।