Advertisement

কলকাতা লিগ: পয়েন্ট কাটা বাগানের

এই সময়

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রতীকী ছবি,ছবি: Istock,
প্রতীকী ছবি,ছবি: Istock,

এই সময় : মেসারার্সের বিরুদ্ধে ম্যাচ না খেলায় মোহনবাগানের দুই পয়েন্ট কেটে নিল আইএফএ।

সোমবার প্রিমিয়ার কমিটির মিটিংয়ের পরে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘আইন মেনে দুই পয়েন্ট কেটে নেওয়া হয়েছে মোহনবাগানে। একই সঙ্গে সাদার্নেরও দুই পয়েন্ট কাটা হয়েছে। দুই ক্লাবই আগাম চিঠি দিয়ে ম্যাচ না খেলার কথা জানিয়েছিল। তাই আর কোনও শাস্তি দেওয়া হচ্ছে না।’

মোহনবাগান সুপার সিক্সে উঠতে পারেনি। সাদার্ন অবনমন বাঁচানোর লড়াই লড়বে। এরই মাঝে সুপার িসক্সে লড়াই শুরু করছে ইস্টবেঙ্গল।

১১ সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচ ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। এই ম্যাচ দিয়ে ময়দানে ফিরছে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন।

Football News

ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবারের খেলা অবশ্য কিশোর ভারতীতে। পুজোর আগেই কলকাতা লিগ শেষ করবে আইএফএ।

Lading . . .