Advertisement

চলতি মৌসুম শুরুর আগেই আগামী মৌসুমের প্রস্তুতি শুরু রিয়ালের

ঢাকা পোস্ট

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

24obnd

এখনও নতুন ফুটবল মৌসুম শুরু হয়নি। বেশিরভাগ দলই আসন্ন মৌসুমের দল গোছাতে খেলোয়াড় কেনা-বেচায় ব্যস্ত। তবে রিয়াল মাদ্রিদ অন্যদের চেয়ে যেন একটু এগিয়ে। চলতি মৌসুমের দল এরই মাঝে গুছিয়ে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। ২০২৬ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর পরিকল্পনা ও প্রস্তুতিও এখন থেকেই শুরু করেছে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদ কনফিডেনশিয়াল জানিয়েছে, আগামি মৌসুমে মার্কেটে ফ্রি এজেন্ট হতে পারেন এমন তিন ডিফেন্ডারের দিকে নজড় দিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা হলেন- ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো এবং মার্ক গুয়েহি। এই তিন খেলোয়াড়ের কেউ যদি নতুন চুক্তি না করেন, তাহলে বর্তমান ক্লাবের সঙ্গে তাদের চুক্তি ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে।

আর এ কারণে রিয়াল মাদ্রিদ এই তিনজনের কাউকে ফ্রি ট্রান্সফারে আগামী মৌসুমে দলে আনার পরিকল্পনা করছে। যাদের ভেতর সবচেয়ে এগিয়ে আছেন লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের গুণ ও অভিজ্ঞতা রিয়ালের জন্য বড় সম্পদ হতে পারে।

এছাড়া ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহি ইংল্যান্ড জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজের অবস্থান পাকা করেছেন। মাদ্রিদ তাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের দায়োত উপামেকানো এখনও পুরোপুরি বোর্ডের পছন্দের তালিকায় নেই। তবে তার তরুণ বয়স ও আগের পারফরম্যান্স মাদ্রিদকে আশাবাদী করেছে।

এএল

Lading . . .