Advertisement

এক মিনিটের ভুলে জরিমানা ৩২ লাখ টাকা, বাদ পুরো মৌসুম

ঢাকা পোস্ট

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ইংল্যান্ডের লিগ কাপ বা কারাবাও ট্রফিতে সপ্তাহখানেক আগে ইতিহাস গড়েছিল গ্রিমসবি টাউন। চতুর্থ স্তরের দলটি টাইব্রেকারে হারিয়ে দেয় সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে। যা দ্বিতীয় রাউন্ডেই রুবেন অ্যামোরিমের দলটিকে বিদায় করে দেয়। অবশ্য নির্ধারিত সময়ে ২-২ সমতায় ছিল ইউনাইটেড-গ্রিমসবির খেলায়। ইতিহাসগড়া দলটিকে এক ফুটবলার এক মিনিট দেরিতে রেজিস্ট্রেশন করায় সাড়ে ৩২ লাখ টাকা জরিমানা গুনতে হচ্ছে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গ্রিমসবির খেলোয়াড় ক্লার্ক ওদুর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার জন্য নির্ধারিত সময়ে স্কোয়াডে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। তার নাম নিবন্ধন করতে গিয়ে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যায়। ইংলিশ ফুটবল লিগ (ইপিএল) জানিয়েছে, ওই কারণে ক্লার্ক ওদুরকে ২০ হাজার পাউন্ড বা ৩২ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চলতি মৌসুমের শেষ পর্যন্ত তিনি দলের বাইরে থাকবেন।

যে ডেডলাইনের মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হয়, তার এক মিনিট পর সেটি সম্পন্ন করেছিলেন ‍ওদুর। মাত্র এক মিনিটের বিলম্বে তাকে বড় মাশুল গুনতে হচ্ছে। তিনি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিতে ৭৩ মিনিটে বদলি নেমেছিলেন। তবে এই মৌসুমে আর লিগ কাপে গ্রিমসবি টাউনের জার্সি গায়ে জড়াতে পারবেন না ক্লার্ক ওদুর। ইউনাইটেডের বিপক্ষে সেদিন ২-২ গোলে সমতা নিয়ে নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে ১২-১১ ব্যবধানে জিতেছে গ্রিমসবি।

ইংলিশ লিগ জানিয়েছে, ‍ওদুরের ক্লাব গ্রিমসবিকে এখনই পরিশোধ করতে হবে ১০ হাজার পাউন্ড। বাকি ১০ হাজার স্থগিত থাকবে মৌসুমের শেষ পর্যন্ত। নিজেদের ভুল স্বীকার করে ক্লাবটি ইপিএল কর্তৃপক্ষকে জানায়, ‘কম্পিউটার সমস্যার কারণে নিবন্ধন এক মিনিট দেরিতে জমা পড়ে, যা ওই সময়ই বোঝা যায়নি। আমরা জরিমানা মেনে নিচ্ছি এবং প্রতিযোগিতার নিয়ম মেনে চলার গুরুত্ব বুঝতে পারছি।’

আরও পড়ুন

ক্লার্ক ওদুরকে মূলত ধারের (লোনে) ভিত্তিতে ব্র্যাডফোর্ড সিটি থেকে এনেছিল গ্রিমসবি টাউন। নিয়ম অনুযায়ী কেনিয়ার এই ডিফেন্ডারকে লিগ কাপের জন্য দুপুর ১২টার ভেতর নিবন্ধনের কথা ছিল, কিন্তু তাদের নিবন্ধন সম্পন্ন করতে সময়টা দাঁড়ায় ১২টা ১ মিনিটে। লিগ কাপের তৃতীয় রাউন্ডের চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে লড়বে গ্রিমসবি।

এএইচএস

Lading . . .