চ্যালেঞ্জ বাড়ল ক্রিকেটারদের, ঘরোয়া ক্রিকেটে প্লেট গ্রুপের ফরম্যাটে বড় পরিবর্তন BCCI-এর
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

২৮ অগস্ট থেকে শুরু দলীপ ট্রফি। লাল বলের ক্রিকেটের এই টুর্নামেন্ট দিয়েই শুরু হচ্ছে ভারতে ঘরোয়া ক্রিকেটের নতুন মরশুম। জাতীয় দলে কামব্যাকের জন্য ঘরোয়া ক্রিকেটের মঞ্চকেই কাজে লাগাতে চাইছেন ঈশান কিষাণ, সরফরাজ খানের মতো ক্রিকেটাররা। এ বার নতুন মরশুম শুরুর আগেই বড় ঘোষণা BCCI-এর। এতদিন শুধুমাত্র রঞ্জি ট্রফিতেই প্লেট গ্রুপ সিস্টেম ছিল।
এ বার ঘরোয়া ক্রিকেটের বড় ও গুরুত্বপূর্ণ অধিকাংশ টুর্নামেন্টে এই নিয়ম আনল BCCI। অর্থাৎ, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফির মতো টুর্নামেন্টেও চালু হলো প্রোমোশন ও অবনমন।
ঘরোয়া ক্রিকেটের ফরম্যাটে কী পরিবর্তন এনেছে BCCI?
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে বিজয় হাজারে ট্রফি, সিনিয়র উইমেন্স ওয়ান-ডে ট্রফি, এবং পুরুষদের অনূর্ধ্ব-২৩ স্টেট ‘A’ ট্রফিতেও মেনে চলা হবে এই নতুন মডেল। চারটি এলিট গ্রুপ ও একটি প্লেট গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে।
আগে শুধুমাত্র রঞ্জি ট্রফিতে এলিট ও প্লেট গ্রুপ সিস্টেম ছিল। তখন প্লেট গ্রুপের শীর্ষে থাকা দুই দল খেলার যোগ্যতা অর্জন করত এলিট গ্রুপে। একই ভাবে এলিট গ্রুপের শেষে থাকা দুই দলের অবনমন ঘটত। আগামী মরশুমে তাদের খেলতে হতো প্লেট গ্রুপে।
BCCI introduces new plate group format across domestic one-day tournaments pic.twitter.com/Nd63nRrli1
এই বিষয়টাতেও পরিবর্তন এনেছে BCCI। নতুন নিয়ম অনুযায়ী, একটি করে দলই উন্নীত হবে এলিট গ্রুপে। ঠিক তেমনই শেষ স্থানে থাকা একটি দলেরই অবনমন হবে প্লেট গ্রুপে। ফলে চ্যালেঞ্জ আরও বাড়ল ক্রিকেটারদের।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফির ফরম্যাটেও বদল আনা হয়েছে। আসন্ন মরশুম থেকে নকআউটের পরিবর্তে সুপার লিগ স্টেজ থাকবে এই দুই টুর্নামেন্টে। ছোটদের ও মহিলাদের অধিকাংশ টুর্নামেন্টেও পাঁচটি এলিট গ্রুপ ও একটি করে প্লেট গ্রুপ রাখা হয়েছে। তবে দলীপ ট্রফি ও ইরানি কাপের ফরম্যাটে কোনও বদল হয়নি।