Advertisement

আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফাইনালে

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আশাশুনি সংবাদদাতা : আশাশুনি সদরের শ্রীকলসে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় সেমিফাইনালে আশাশুনি যুব স্পোর্টস একাডেমি টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সোমবার বিকাল ৫টায় শ্রীকলস বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমি ফাইনালে আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ বনাম কাপষন্ডা প্রভাতী যুব সংঘ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আশাশুনি যুব স্পোর্টস একাডেমি ফুটবল একাদশ ৪-২ গোলে কাপষন্ডা প্রভাতী যুব সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে। ইউপি সদস্য শাহিনুর রহমান শাহিন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইয়াসিন আরাফাত পিন্টু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ মিজানুর রহমান, আজহারুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম গাজী, রাজা প্রমুখ খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন মোঃ ইউনুছ আলী, আছাদুল হক ও ইয়াছিন আরাফাত। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন।

আরও পড়ুন

Lading . . .