Advertisement

জোড়া লাল কার্ডের ম্যাচে টাইব্রেকারে জিতলো ইন্টার মিয়ামি

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

জোড়া লাল কার্ডের ম্যাচে টাইব্রেকারে জিতলো ইন্টার মিয়ামি
জোড়া লাল কার্ডের ম্যাচে টাইব্রেকারে জিতলো ইন্টার মিয়ামি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর শীর্ষ ক্লাবগুলোর মধ্যকার প্রতিযোগিতা লিগস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। আজ রোববার বাংলাদেশ সময় সকালে মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে ২-২ সমতায় ম্যাচের মূল সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

এই ম্যাচে দুইবার লাল কার্ড বের করেছেন রেফারি। যার ফলে দু'দলকেই খেলা শেষ করতে হয়েছে ১০ জনের দল নিয়ে।

বেশি দুঃখ পোহাতে হয়েছে মিয়ামিকেই। কারণ লিওনেল মেসির দল লাল কার্ড দেখেছে ম্যাচের মাত্র ১৭ মিনিটে। ওই সময় ম্যাক্সিমিলানো ফ্যালকন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও তার আগেই মিয়ামি এগিয়ে ছিল ১-০ ব্যবধানে। ১২ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিয়ামির তেলাসকো সেগোভিয়া।

৩৩ মিনিটে সমতা ফেরায় নেকাসা। গোল করেন টমাস বাদালোনি। ৬০ মিনিটে দ্বিতীয়বার লাল কার্ড বের করেন রেফারি। এবার মাঠ ছাড়তে বাধ্য হন নেকাসার ক্রিশ্চিয়ান কালডেরন। ফলে দু'দলই পরিণত হয় ১০ জনের দলে, ফের তৈরি হয় লেভেল প্লেয়িং ফিল্ড।

৮১ মিনিটে মিয়ামিকে হতবাক করে আবারও এগিয়ে যায় নেকাসা। গোল করেন রিকার্ডো মনরিয়েল। এই গোল মিয়ামি শোধ করে ৯২ মিনিটে জর্দি আলবার দুর্দান্ত ফিনিশিংয়ে।

খেলা টাইব্রেকারে গড়ালে মিয়ামি সবগুলো শ্যুটে সফল হলেও নেকাসার তৃতীয় শ্যুট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। মিয়ামির জয়সূচক শ্যুটটি করেন লুইস সুয়ারেজ। এই ম্যাচের ১১ মিনিটে চোটের কারণে বদলি হন মেসি।

আরও পড়ুন-

Lading . . .