Advertisement

কিংসের মাঠে আবাহনীর জার্সিতে মোরসালিনের গোল

ঢাকা পোস্ট

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশের ফুটবলে উঠতি তারকা শেখ মোরসালিন। বসুন্ধরা কিংস থেকেই মূলত তার উত্থান। এবার দল বদলে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীতে। আজ (মঙ্গলবার) আবাহনী-কিংস প্রীতি ম্যাচে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে তিনি একটি গোলও করেছেন।

ঘরোয়া ফুটবল মাঠে গড়াতে বাকি আরও মাসখানেক। তবে ১২ আগস্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে। সে উপলক্ষ্যে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নিতে দুই দলই আজ একটি প্রীতি ম্যাচ খেলল। বৃষ্টির জন্য কিংস অ্যারেনা স্টেডিয়াম অনুপযুক্ত থাকায় অনুশীলন মাঠেই হয়েছে খেলা।

চ্যালেঞ্জ লিগের ম্যাচ আগামী মঙ্গলবার। মাত্র ছয়দিন থাকলেও দুই দল আজ প্রীতি ম্যাচ খেলেছে বিদেশি ফুটবলার ছাড়াই। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান কোচ সার্জিও এখনও ঢাকায় এসে পৌঁছাননি। ঢাকা আবাহনী ১২ আগস্ট কিরগিজ ক্লাবের বিপক্ষে ঢাকায় খেললেও একইদিন কিংসকে সিরিয়ার ক্লাবের বিপক্ষে কাতারের দোহায় খেলতে হবে। ফলে তাদের ঢাকা ছাড়তে হবে ৭২ ঘণ্টা আগেই।

আজকের প্রীতি ম্যাচের স্কোরলাইন কিংস ২ : ১ আবাহনী। ফয়সাল আহমেদ ফাহিম প্রথমার্ধে জোড়া গোল করেন। আবাহনীর হয়ে এক গোল পরিশোধ করেন মোরসালিন। নিজের গোল নিয়ে বলেন, ‘আবাহনীর জার্সিতে প্রথম গোল করেছি, তাও আবার কিংসের মাঠে। ভিন্ন রকম অনুভূতি। আমরা ভালোই খেলেছি, বেশ কয়েকটি সুযোগ মিস হয়েছে। আজকের ম্যাচের ভুল-ত্রুটি নিয়ে কোচ আমাদের শুধরে দেবেন। আশা করি এএফসি’র ম্যাচে ইতিবাচক ফলাফল করার।’

উল্লেখ্য, আবাহনী ১৭ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে। তাদের ১০ দিন পর মাঠে নেমেছে বসুন্ধরা কিংস।

এজেড/এএইচএস

Lading . . .