Advertisement

ম্যান সিটি পারলে মোহনবাগান কেন নয়? CAFA নেশন্স কাপের আগে চর্চায় ভারতীয় ফুটবল

এই সময়

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ম্যান সিটি পারলে মোহনবাগান কেন নয়?,Ei Samay
ম্যান সিটি পারলে মোহনবাগান কেন নয়?,Ei Samay

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে একের পর এক ম্যাচে মুখ থুবড়ে পড়েছে ভারতের সিনিয়র পুরুষদের দল। একাধিকবার বিদেশি কোচ বদল থেকে সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফেরা- কিছুতেই পাল্টায়নি ছবিটা। শেষ পর্যন্ত ঘরোয়া ফুটবলে সফল কোচ খালিদ জামিলের উপরে ভরসা রেখেছে AIFF। আর আইলিগ জয়ী এই কোচের সামনে প্রথম চ্যালেঞ্জ CAFA নেশন্স কাপ। AFC এশিয়ান কাপের দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এটাই দলকে পরখ করে নেওয়ার সুযোগ খালিদের সামনে।

কিন্তু পরখ করার জন্য যদি প্রধান ফুটবলারদেরই না পাওয়া যায়? এই টুর্নামেন্টের জন্য মনবীর সিং, লিস্টন কোলাসোদের ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট।

কিন্তু ছবিটা অন্যরকম EPL ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির ক্ষেত্রে। পেপ গুয়ার্দিওলা কিন্তু উজবেকিস্তানের জাতীয় শিবিরে যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন তাঁদের তারকা ডিফেন্ডার আব্দুকোদির খুসানভকে। সেটাও কিন্তু এই CAFA নেশন্স কাপে খেলার জন্যই। এই ঘটনা সামনে আসার পরেই উঠছে প্রশ্ন।

CAFA নেশন্স কাপে অংশ নিচ্ছে ৮টি দল। তাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ভারতের গ্রুপে রয়েছে তাজিকিস্তান, আফগানিস্তান ও ইরান। আর একটি গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কিরঘিজস্তান, এবং ওমান। এই টুর্নামেন্টে দেশের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেন খুশানভ। তাঁর ইচ্ছেকে মর্যাদা দেয় ম্যান সিটি।

🚨 Khusanov will join his national team for the CAFA Nations Cup.

He won’t be available for Manchester City’s game vs Brighton on August 31 as he’s chosen to represent his country in the tournament. ✅ pic.twitter.com/hd5qM7KIHV

প্রশ্ন উঠছে, ম্যান সিটির মতো বড় ক্লাব যদি প্লেয়ারদের ছাড়তে পারে এই ‘কম গুরুত্বপূর্ণ’ টুর্নামেন্টে খেলার জন্য, তাহলে মোহনবাগান কেন নয়? উল্লেখ্য, মোহনবাগান জানিয়েছে, FIFA-র উইন্ডোতে যেহেতু CAFA নেশন্স কাপ হচ্ছে না তাই তারা প্লেয়ার ছাড়তে বাধ্য নয়।

CAFA Nations Cup

পাশাপাশি, এর পিছনে মোহনবাগান যুক্তি দিয়েছে জাতীয় শিবিরে গিয়ে চোট পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা। সেই কারণেই এতদিন মাঠের বাইরে শুভাশিস বসু। এই নিয়ে AIFF ও মোহনবাগানের মধ্যে তরজা অব্যাহত। একে অন্যের বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি চলছে। তাই AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়েনি সবুজ-মেরুন শিবির। এখানেই প্রশ্ন উঠছে, জাতীয় দলের হয়ে খেলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ক্লাবের হয়ে খেলা?

Meet the most wanted guest in Central Asia… Mr. Trophy himself 😎🏆

Taking a stroll through Dushanbe’s landmarks before heading to Tashkent… Not bad, right? 🤩 #Nationscup #CAFA #trophy pic.twitter.com/ak4R4hmsop

প্রশ্ন উঠছে সমগ্র ফুটবল পরিকাঠামো এবং জাতীয় দলে ক্লাবগুলোর সমর্থন নিয়ে। খালিদ জামিল নতুন কোচ, তাঁর অধীনে প্রথম টুর্নামেন্ট ভারতের, সেখানে প্লেয়ার না ছাড়া মানে শুরুতেই খালিদের সঙ্গে অসহযোগিতা বলে মনে করছেন অনেকে। তবে দিনের শেষে একটা বিষয় স্পষ্ট। আখেরে ক্ষতি হচ্ছে ভারতীয় ফুটবলেরই, এর ফলে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য দিবাস্বপ্ন হয়েই থেকে যাবে।

CAFA Nations Cup

Lading . . .