সাইকেল দুর্ঘটনায় কাঁধের হাড় ভেঙেছে পিএসজি কোচের
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাইক্লিংয়ে অংশ নিয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। এতে তার কাঁধের (কলারবোন) হাড় ভেঙে গেছে বলে জানিয়েছে ক্লাবটি। সে কারণে চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচকে ছুরি-কাঁচির নিচে (সার্জারি) যেতে হবে।
আজ (শনিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন গতকাল। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিএসজি লিখেছে, ‘শুক্রবার সাইক্লিং দুর্ঘটনার পর প্যারিস সেন্ট-জার্মেইনের প্রধান কোচ লুইস এনরিকে জরুরি চিকিৎসা নিয়েছেন। কলারবোন (কাঁধের হাড়) ভাঙায় অস্ত্রোপচার করা হবে তার। ক্লাব তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত আরোগ্য কামনা করছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানানো হবে।’
অবশ্য সাইকেল দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়নি ক্লাবটি। এই মুহূর্তে ক্লাব ফুটবলের বিরতি চলছে, সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলগুলো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লড়ছে। অবসর সময়ে তাই হয়তো সাইক্লিংয়ে মজেছিলেন ৫৫ বছর বয়সী কোচ এনরিকে। আগামী ১৪ সেপ্টেম্বর তার দল পিএসজি লিগ ওয়ানের ম্যাচে লেন্সের মুখোমুখি হবে।
গত মৌসুমে এনরিকের অধীনে পিএসজি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। গত মাসে তারা টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপও জিতে এবং চলতি মৌসুমে টানা তিন ম্যাচ জিতেছে লিগ ওয়ানে। গত ৩০ আগস্ট তালাউসকে ৬-৩ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও পিএসজির ডাগআউটে ছিলেন এনরিকে।
আরও পড়ুন
লিগ ওয়ানের আসন্ন ম্যাচের তিনদিন পরই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা রক্ষার মিশনে নামবে পিএসজি। লিগপর্বের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আতালান্তা। এর আগে কিছুটা হলেও সেরে উঠতে চাইবেন এনরিকে। এর আগে সাবেক এই স্পেন ও বার্সেলোনা কোচ ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন। এখন পর্যন্ত ফরাসি জায়ান্টদের দুইটি লিগ শিরোপা, দুইটি ফ্রেঞ্চ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন এনরিকে। এ ছাড়া তার অধীনেই জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পিএসজি।
এএইচএস