অপ্রতিরোধ্য এমবাপের জোড়া গোল, লেভান্তেকে উড়িয়ে ছয়ে ছয় রিয়ালের
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

৭ ম্যাচ, ৯ গোল, ১ অ্যাসিস্ট। ২০২৫-২৬ মরশুমের শুরুতে এটাই কিলিয়ান এমবাপের পরিসংখ্যান। এর মধ্যে ৬টা ম্যাচেই স্কোরশিটে নাম তুলেছেন এই ফরাসি তারকা স্ট্রাইকার। তাঁর দাপটেই দুরন্ত ফর্মে জ়াবি আলন্সোর রিয়াল মাদ্রিদ। ঠিক যে ফর্মে গত মরশুমে শুরু করেছিল বার্সেলোনা, সেটাই এ বার ফুটে উঠছে রিয়ালের খেলায়। লা লিগায় ছয় ম্যাচ খেলে এখনও অপরাজিত রিয়াল। ৬টা ম্যাচেই এসেছে জয়। সোমবার রাতেও অপেক্ষকৃত দুর্বল প্রতিপক্ষ লেভান্তের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে তারা। জোড়া গোল করেন এমবাপে। বাকি দু’টি গোল ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।
রিয়াল বনাম লেভান্তে ম্যাচের ছবি
অ্যাওয়ে ম্যাচেও প্রথম থেকে দাপট দেখায় রিয়াল। ২৮ মিনিটে ডিফেন্ডারদের জটলার মাঝে বল পান ফেদেরিকো ভালভের্দে। তাঁর পাস থেকে বাঁক খাওয়ানো শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ১০ মিনিট পরেই লিড বাড়ান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দুরন্ত গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে ডানপ্রান্তে পাস বাড়ান ভিনি।
🕺😘🛡️ @ViniJr #LaLigaHighlights pic.twitter.com/FLveOFsM7q
সেই বল ধরে জোরালো শটে জাল কাঁপান আর্জেন্তিনার এই তরুণ মিডফিল্ডার। এমবাপে ছাড়াও এই মরশুমে রিয়ালের জার্সিতে নজর কাড়ছেন তিনি। বেলিংহ্যামকে বেঞ্চে রেখে মাস্তানতুয়োনোকে প্রথম একাদশে রাখছেন কোচ আলন্সো। ক্রুস-মদ্রিচের অভাব ঢাকার চ্যালেঞ্জ তাঁর সামনে।
🇦🇷 Mastantuono 🇦🇷 #LaLigaHighlights pic.twitter.com/bhg1MjA0qc
সেকেন্ড হাফ শুরুর কিছুক্ষণের মধ্যে লেভান্তের হয়ে এক গোল শোধ করেন এট্টা এয়ং। তারপরেই এমবাপের জাদু। বক্সে এমবাপেকে ফাউল করেন লেভান্তের এক ডিফেন্ডার। VAR চেক করে পেনাল্টি দেন রেফারি। পানেনকা শটে গোল করেন এমবাপে।
🤍7️⃣ Kylian Mbappé with a brace for Real Madrid tonight… and already reaching 7 La Liga goals!
On fire. 🚀 pic.twitter.com/g9ynWrMpCY
দু’মিনিটের মাথায় দ্বিতীয় গোল পান। মাঝমাঠ থেকে আর্দা গুলেরের লং বল ধরে গতিতে পরাস্ত করেন গোলকিপারকে। ফাঁকা গোলে বল ঠেলে স্কোরলাইন ৪-১ করেন এমবাপে। এই জয়ের পরে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল।
আরও পড়ুন