২০২৬ সালের বিশ্বকাপের জন্য টিকিটের দাম ঘোষণা FIFA-র, কী ভাবে কাটবেন?
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬ সালের FIFA বিশ্বকাপের টিকিট বিক্রির ঘোষণা করল FIFA। অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রি। গ্রুপস্তরের ম্যাচের জন্য টিকিটের যা দাম রাখা হয়েছে সেটা বেশ সমস্যায় ফেলবে ভারতীয় সমর্থকদের। যেইসব সমর্থকরা ভারত থেকে আমেরিকায় গিয়ে খেলা দেখার পরিকল্পনা করেছিলেন তাঁদের মন খারাপ হবে।
বিশ্বকাপের গ্রুপস্তরের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৫৩০০ টাকার আশপাশে।
এ বার বিশ্বকাপ আয়োজন করবে তিন দেশ। ক্যানাডা, মেক্সিকো ও আমেরিকা। যেহেতু তিন দেশে বিশ্বকাপ হবে তাই সমর্থকদের সুবিধার জন্য আগে থেকে টিকিটের দাম ঘোষণা করে দিল। এবং FIFA জানিয়েছে, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের জন্য আবেদন, যেটা চলবে ১৯ তারিখ পর্যন্ত। এর পর আবেদনকারীদের আবেদনপত্র পরীক্ষা করা হবে, যাদের আবেদনপত্র গৃহীত হবে তাদের জাননো হবে ২৯ সেপ্টেম্বর। এর কারণ হচ্ছে, যেসব সমর্থকরা বিশ্বকাপ দেখতে যাবেন, তাঁরা যেন সময় থাকতেই ভিসা, টিকিট সহ যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন।
FIFA জানিয়েছে, আবেদনকারীদের থেকে নির্বাচিত কয়েকজনকে টিকিট দেওয়া হবে। যাদের আবেদন গ্রহণ করা হবে তাঁরা টিকিট কাটতে পারবেন ১ অক্টোবর থেকে। সেই দিন থেকে সেল শুরু হবে। এই সেলে টিকিট কাটতে গেলে VISA কার্ড থাকতে হবে সমর্থকদের।
কোথায় গিয়ে করবেন আবেদন?
FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের জন্য VISA কার্ড থাকা বাধ্যতামূলক। না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।
আরও পড়ুন