‘ভারত সেরা হয়েছি, এ বার এশিয়ায় নিজেদের প্রমাণের পালা’, AFC ম্যাচের আগে চ্যালেঞ্জ মোলিনার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
নির্লিপ্ত মুখ। উত্তেজনার ছিটেফোঁটাও নেই, আত্মতুষ্টির ছায়াও নেই শরীরী ভাষায়। কিন্তু হোসে মোলিনার চলনে-বলনে, হাঁটাচলায়, প্রতিটি অভিব্যক্তিতে যেন ছড়িয়ে ছিল এক অনাড়ম্বর আত্মবিশ্বাস। সোমবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তাঁর কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল প্রস্তুতির ছাপ। AFC Champions League Two-এর প্রথম ম্যাচের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমরা আগামীকালের (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) ম্যাচের জন্য প্রস্তুত।’
ডুরান্ড কাপে ডার্বি হার অতীত। মোহনবাগানের সামনে এখন নতুন লক্ষ্য। নতুন ভাবে তারা নিজেদের মেলে ধরতে চাইছে এএফসি-র ম্যাচে। মোলিনা তো স্পষ্ট বলে দিলেন, ‘আমরা ভারত সেরা হয়েছি, এ বার এশিয়ায় নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। আর সেটা আমরা প্রমাণ করবই।’
এএফসি ম্যাচের আগে ৬ সপ্তাহ ট্রেনিং হয়েছে বাগানের। সেটা কি যথেষ্ট? যেখানে প্রতিপক্ষ টিম তুর্কমেনিস্তানের অহল এফকে ইতিমধ্যে লিগের ম্যাচ খেলতে শুরু করে দিয়েছে! তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র ভাবিত নন মোলিনা। উল্টে তিনি বলে দিলেন, ‘আমি প্লেয়ারদের নিয়ে খুশি। ৬ সপ্তাহ প্রস্তুতি হয়েছে, যারা পুরো ট্রেনিং করতে পেরেছে, তারা খুব ভালো জায়গায় আছে। আর যারা পুরো ট্রেনিং করতে পারেনি, তারা ততটা ভালো জায়গায় নেই।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা এফসি গোয়া ছাড়া সেই ভাবে প্রস্তুতি ম্যাচ খেলিনি। তবে প্লেয়াররা কিন্তু এএফসি-র ম্যাচ খেলতে প্রস্তুত।’
মনবীর সিং ছাড়া সকলকেই পাবেন বলে জানিয়েছেন মোলিনা। পাশাপাশি তিনি দলের ফিটনেস নিয়েও খুশি। যে সমস্ত প্লেয়ার পরে অনুশীলন শুরু করেছে, তাঁদেরও মোলিনা ১০-এ দশই দিচ্ছেন। সুতরাং আশা করাই যায়, বিদেশিহীন আহলের বিরুদ্ধে আগুনে পারফরম্যান্স করবে সবুজ-মেরুন ব্রিগেড।
বিপক্ষ টিম নিয়ে হোমওয়ার্ক ভালো ভাবেই সেরে ফেলেছেন সবুজ-মেরুন কোচ। কিন্তু আহল নিয়ে মুখে কুলুপ তাঁর। শুধু বললেন, ‘ভালো টিম। আমি ওদের সম্মান করি। ম্যাচটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী।’ পাশাপাশি এই ম্যাচের আগে সমর্থকদেরও পাশে চাইছেন মোলিনা। বলেন, ‘সমর্থকরা সব সময়েই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওরা আমাদের সাহায্য করে, আমাদের লড়াইয়ের মনোবল জোগায়। চাইব, তিন পয়েন্ট পেতে প্রতি বারের মতো এ বারও যেন সাহায্য করে।’