Advertisement

‘মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি’, ভারতে ফুটবল মাঠে প্রতিবাদ

ঢাকা পোস্ট

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

বাংলা ভাষাকে “বাংলাদেশের জাতীয় ভাষা” আখ্যা এবং বাঙালি নির্যাতনের প্রতিবাদে সরব হয়ে উঠছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। এবার সেই প্রতিবাদ দেখা গেল ফুটবল মাঠেও।

গতকাল ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নেমেছিল ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল। এদিন গ্যালারিতে দেখা গেছে বিশাল ব্যানার, যেখানে লেখা, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি/ মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশি।’

সাম্প্রতিক সময়ে ভারতে বাঙালি বিদ্বেষ লাফিয়ে বাড়ছে। প্রথমে শুরু হয়েছিল বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ধরপাকড়ের মধ্য দিয়ে। বৈথ নথিপত্র থাকা সত্ত্বেও অনেক বাঙালি শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এমন এক পরিস্থিতিতে দিল্লি পুলিশের অফিসিয়াল চিঠিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বাংলা হলো বাংলাদেশিদের ভাষা।

এ ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা পশ্চিমবঙ্গ। তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। এরপরই দিল্লি পুলিশের সমর্থনে এক্স হ্যান্ডলে বিতর্কিত পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার দাবি, ‘বাংলা বলে কোনো ভাষাই নেই। বাঙালি বলতে জাাতিসত্তাকে বোঝায়, এটা ভাষাগত অভিন্নতা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের ব্যবহৃত বাংলা ভাষাভাষির কোনো যোগ নেই।’

এ নিয়ে পরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এক বিবৃতিতে তিনি এই মন্তব্যকে “অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক” বলে আখ্যা দেন। উল্লেখ্য, প্রতিবাদ বিক্ষোভের ম্যাচে এফসিকে ১-০ হারিয়ে ডুরান্ড কাপের নকআউটের টিকিট নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল।

এফআই

Lading . . .