৯ গোলের থ্রিলারে শেষ হাসি ইতালির, বিশ্বকাপের টিকিট পেল তিউনিসিয়া
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে ১৬টি দল। লাতিন আমেরিকা জ়োনের যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ। এখন লড়াই চলছে ইউরোপের দেশগুলির মধ্যে। সোমবার এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। বাছাই পর্বে ইতালি ও ইজ়রায়েলের ম্যাচে হলো মোট ৯ গোল। তবে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পেল ইতালি। শেষ মুহূর্তে গোল করে ইতালিকে তিন পয়েন্ট এনে দিলেন সান্দ্রো তোনালি। অন্য ম্যাচে গিনির বিরুদ্ধে জিতে বিশ্বকাপের টিকিট পেল আফ্রিকার দেশ তিউনিসিয়া।
কেন চর্চায় ইতালি বনাম ইজ়রায়েলের ম্যাচ?
তুলনামুলক সহজ প্রতিপক্ষ ইজ়রায়েলের বিরুদ্ধে যে এমন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ইতালিকে সেটা আশা করেননি কেউই। প্রথম থেকেই আক্রমণ শানাচ্ছিল ইজ়রায়েল। ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেলির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোল করে সমতা ফেরান ময়েস কিন। সেকেন্ড হাফে নাটকীয় মোড় নেয় ম্যাচ।
#NUFC star Sandro Tonali’s game by numbers for Italy vs. Israel tonight:
101 minutes played ⏰
8 recoveries 💪🏽
7 duels won ⚔️
3 chances created 🎨
3 fouls won 🔋
2/2 tackles won 🧱
2/2 successful dribbles ✨
1 crucial goal ⚽️
MATCH-WINNER. 🇮🇹🪄 pic.twitter.com/shmgvyQTHr
ফের ৫২ মিনিটে ডোর পেরেৎজ়ের লিড নেয় ইজ়রায়েল। ২ মিনিটের মধ্যে ফের গোল শোধ করেন ইতালির তরুণ স্ট্রাইকার ময়েস কিন। ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ইতালি। ৫৮ ও ৮১ মিনিটে গোল করেন যথাক্রমে মাতিও পলিতানো ও গিয়াকোমো রাসপাদোরি। তখন ম্যাচের স্কোর ইতালির অনুকূলে, ৪-২। তবে নাটক বাকি ছিল তখনও।
A vital three points earned ✅🔥 #ISRITA #Azzurri #VivoAzzurro pic.twitter.com/9UXX6vJ7Qb
শেষ ৯ মিনিটে আসে তিন গোল। ৮৭ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোলে লাইফলাইন পায় ইজ়রায়েল। ৮৯ মিনিটে ইজ়রায়েলকে সমতায় ফেরান ডোর পেরেৎজ়। শেষে ইনজুরি টাইমে বক্সের বাইরে থেকে গোল করে ইতালিকে জয় এনে দেন নিউক্যাসলের তারকা মিডফিল্ডার সান্দ্রো তোনালি। এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রইল ইতালি।
🇹🇳 Tunisia have qualified for #FIFAWorldCup 26! #WeAre26 pic.twitter.com/gVaMjocGjK
বিশ্বকাপের টিকিট পেল তিউনিসিয়া
আর একটি ম্যাচে ইকুয়েটোরিয়াল গিনির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল তিউনিসিয়া। ইনজুরি টাইমে ৯৪ মিনিটে একমাত্র গোলটি করেন মোহামেদ আলি বেন রমধানে। এর ফলে নিজেদের গ্রুপে ৮ ম্যাচে ২২ পয়েন্টে পৌঁছল তারা।
মরক্কোর পরে আফ্রিকা থেকে দ্বিতীয় দল হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেল তারা।আফ্রিকার আরও দুই দেশ ইজিপ্ট ও আলজেরিয়া এগিয়ে রয়েছে বিশ্বকাপের মূলপর্বে খেলার দৌড়ে।