Advertisement

লিভারপুল জিতলেও কাঁটা একিতিকের লাল কার্ড, কষ্টার্জিত জয় চেলসির

এই সময়

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লিগ কাপে অভিযান শুরু লিভারপুল-চেলসির,Ei Samay
লিগ কাপে অভিযান শুরু লিভারপুল-চেলসির,Ei Samay

প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছিল অগস্ট মাস থেকেই। ইতিমধ্যেই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে বড় দলগুলি। এ বার লিগ কাপে অভিযান শুরু করল তারা। মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিল লিভারপুল, চেলসি। দ্বিতীয় ডিভিশনের দল সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যাচে সহজেই জয় পেল লিভারপুল। ২-১ গোলে সাউদাম্পটনকে হারাল তারা। অন্য ম্যাচে লিঙ্কন এফসির বিরুদ্ধে নেমেছিল চেলসি। ২-১ গোলে ম্যাচ জিতলেও কোচ এনজো মারেসকাকে চিন্তায় রাখবে দলের পারফরম্যান্স। কোনওরকমে ম্যাচ জিতে পরবর্তী পর্বে গেল চেলসি। আর কী হলো বাকি ম্যাচের ফল?

একিতিকের লাল কার্ড, লিভারপুলের জয়

চ্যাম্পিয়নশিপের টিম সাউদাম্পটনের বিরুদ্ধে মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলে লিভারপুল কোচ আর্নে স্লট। এন্দো, কিয়েসা, এনগুমোহাদের সুযোগ দেন প্রথম একাদশে। তবে শুরু থেকে খেলেন তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক। লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোলটি করে ফেললেন তিনি। ৪৩ মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল পেয়ে যান কিয়েসা। বক্সে তাঁর মাইনাস থেকে গোল করে লিভারপুলকে লিড এনে দেন ইসাক।

😍🇸🇪 pic.twitter.com/w9jlcy6Skq

দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। তবে ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সাউদাম্পটনকে সমতায় ফেরান শেয়া চার্লস। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে লংবল বাড়ান রবার্টসন। কিয়েসা সেই বল ধরে পাস দেন পরিবর্ত হিসেবে নাম উগো একিতিকেকে। ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি।

Isak off the mark 🎯 pic.twitter.com/UtLx8RMOZe

জয়সূচক গোল করে জার্সি খুলে সেলিব্রেট করে হলুদ কার্ড দেখেন। আগেও দেখেছিলেন একটি কার্ড। ফলে লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। এই ঘটনা একেবারেই পছন্দ হয়নি কোচ আর্নে স্লটের। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্ট্যাল প্যালেসের বিরুদ্ধে খেলতে পারবেন না একিতিকে।

Arne Slot on Hugo Ekitike:

“If he scored a goal by beating three players and scoring into the top corner, then maybe he could make it all about him. But if I scored a goal like he did, I’d be going over to Federico Chiesa to make it all about him with his run and assist.” pic.twitter.com/uDI9kMDBn4

কষ্টার্জিত জয় চেলসির

তৃতীয় ডিভিশনের ক্লাব লিঙ্কন এফসির বিরুদ্ধেও কষ্ট করে জিততে হলো চেলসিকে। রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের প্রাধান্য দিলেও গার্নাচো, এনজো ফের্নান্দেসরা ছিলেন প্রথম একাদশে। তা সত্ত্বেও ৪২ মিনিটে রব স্ট্রিটের গোলে পিছিয়ে পড়ে চেলসি। দ্বিতীয়ার্ধে এস্তেভাও, পেদ্রো নেতোদের নামান চেলসির কোচ।

Tyrique smashes it home! 🎯 #CFC | #CarabaoCup pic.twitter.com/Y4sapYpysi

৪৮ মিনিটে তাদের সমতায় ফেরান ১৯ বছর বয়সি তরুণ স্ট্রাইকার টাইরিকে জর্জ। বুলেট শটে গোল করেন তিনি। ২ মিনিটের মধ্যে টাইরিকের পাস থেকেই গোল করেন ২০ বছর বয়সি ফাকুন্দো বুয়োনানোতে। ২-১ ফলেই শেষ হয় ম্যাচ।

Lading . . .