Advertisement

রিয়ালের আরও একটি জয়ে প্রথম গোল মাস্তানতুয়োনোর

ডেইলি স্টার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

লা লিগায় অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার লেভান্তের মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। সেখানে রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, যার ফলে লিগে ছয় ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল সাত। গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

মাদ্রিদের গোল উৎসবের শুরুটা হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। দুর্দান্ত এক শটে দূরের পোস্টে বল পাঠিয়ে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, ভিনিসিয়ুসের পাস থেকে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন মাস্তানতুয়োনো। গোল করার সঙ্গে সঙ্গেই সতীর্থরা ছুটে এসে ঘিরে ধরেন তরুণ এই ফুটবলারকে।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার আশা জাগায় লেভান্তে। রোমেরোর ক্রসে ডিফ্লেকশন পেয়ে কাছ থেকে হেডে গোল করেন কার্ল এট্টা এয়ং, মৌসুমের চতুর্থ গোল তার। কিন্তু সেই আশা মুহূর্তেই গুঁড়িয়ে দেন এমবাপে।

পেনাল্টি এরিয়ায় আনাই এলগেজাবাল অপ্রয়োজনে ফাউল করলে এমবাপে ঠাণ্ডা মাথায় মাঝখান দিয়ে বল পাঠিয়ে তৃতীয় গোল করেন। কিছুক্ষণ পর আরদা গুলারের পাসে গোলরক্ষক রায়ানকে কাটিয়ে খালি জালে জোড়া গোল পূর্ণ করেন ফরাসি তারকা।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজি থেকে যোগ দেওয়ার পর শুরুতে মানিয়ে নিতে কিছুটা ভুগেছিলেন এমবাপে। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফর্মে ফেরেন তিনি। সেই ধারাবাহিকতাই এবার নতুন মৌসুমেও বজায় রেখেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে তার গোল এখন নয়।

অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা বৃহস্পতিবার রিয়াল ওভিয়েদোর মাঠে খেলতে নামবে। স্প্যানিশ চ্যাম্পিয়নরা আপাতত মাদ্রিদের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে।

Lading . . .