Advertisement

ঘরে ফিরে বড় জয়, ইউনাইটেড কলকাতাকে উড়িয়ে সুপার সিক্স শুরু ইস্টবেঙ্গলের

এই সময়

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঘরে ফিরে বড় জয় ইস্টবেঙ্গলের,Ei Samay,
ঘরে ফিরে বড় জয় ইস্টবেঙ্গলের,Ei Samay,

অবশেষে ময়দানে ফিরল কলকাতা লিগের ম্যাচ। সুপার সিক্স পর্বে নিজেদের ঘরের মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পরে ইস্টবেঙ্গল মাঠে ম্যাচ হওয়ায় সমর্থকদের উত্তেজনা তুঙ্গে ছিল। আর সমর্থকদের হতাশ করেনি লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-০ গোলে জিতল ইস্টবেঙ্গল। স্কোরশিটে নাম তুললেন নসিব রহমান, পিভি বিষ্ণু এবং গুইতে।

বৃহস্পতিবার একাধিক প্রধান ফুটবলারকে ছাড়াই নামে ইস্টবেঙ্গল। চোটের জন্য খেলেননি সৌভিক চক্রবর্তী। কার্ড সমস্যায় ছিলেন না দেবজিৎ মজুমদার ও সায়ন বন্দ্যোপাধ্যায়। তবে প্রথম থেকেই দুই দল কাউন্টার অ্যাটাকে খেলা শুরু করে। তবে আমন সিকে, পিভি বিষ্ণুরা সহজ সুযোগ হাতছাড়া করেন। প্রথমার্ধের শেষদিকে গোলের মুখ খোলেন নসিব রহমান।

Our first clash 🆚 UKSC 🔴🟡 ⚔️ 🔵 #JoyEastBengal #CFL pic.twitter.com/sATxw0UP6w

তবে দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে কার্যত দাঁড়াতে দেয়নি ইস্টবেঙ্গল। নজর কাড়েন পিভি বিষ্ণু। ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করেন তিনি। এর পরের ৩০ মিনিট ইস্টবেঙ্গলকে সামলাতে কার্যত হিমসিম খেতে হয় ইউনাইটেডকে।

নতুন রূপে নতুন সাজে 🏟️

আমাগো মাতৃসম ক্লাব ❤️💛 #JoyEastBengal pic.twitter.com/t8WN8uBNTz

সেই সুযোগে আক্রমণের চাপ বাড়িয়ে তৃতীয় গোল তুলে নেয় ইস্টবেঙ্গল। ৬৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন গুইতে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে জিতে গ্রুপে তৃতীয় স্থানে রইল লাল-হলুদ ব্রিগেড।

FT | A winning start to the Championship phase ✌️❤️💛 #JoyEastBengal #EmamiEastBengal #CFL pic.twitter.com/HQkhpoa72Y

চ্যাম্পিয়নশিপ রাউন্ডের আগে পর্যন্ত কলকাতা লিগে যথেষ্ট দাপট দেখিয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টিং ক্লাব। তাই এই ম্যাচ জেতায় ইস্টবেঙ্গলের ফুটবলারদের মনোবল তুঙ্গে। পরের ম্যাচে কলকাতার আর এক শক্তিশালী দল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে নামবে তারা।

Lading . . .