Advertisement

রিয়ালের অনুরোধ রাখলো না স্প্যানিশ ফুটবল ফেডারেশন

জাগোনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

রিয়ালের অনুরোধ রাখলো না স্প্যানিশ ফুটবল ফেডারেশন
রিয়ালের অনুরোধ রাখলো না স্প্যানিশ ফুটবল ফেডারেশন

গেল ১৩ জুলাই শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শেষ করে ছুটিতে গিয়েছিলেন ফুটবলাররা। সেই ছুটি প্রায় শেষের দিকে। এখন নতুন মৌসুমের প্রস্তুতিও নিচ্ছেন কেউ কেউ। তবে লা লিগার নতুন মৌসুমের (২০২৫-২০২৬) খেলা শুরুর সময় পিছিয়ে দিতে অনুরোধ করেছিল রিয়াল মাদ্রিদ।

কিন্ত মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ পেছাতে রিয়ালের করা সেই আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একজন বিচারক।

গেল ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ৪-০ গোলে হেরে ব্যর্থ মিশন শেষ করে রিয়াল।

এরপর লা লিগা রিয়ালের প্রথম ম্যাচ নির্ধারণ করেছে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার রাত ৯টায় ওসাসুনার বিপক্ষে, সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। যা ক্লাব বিশ্বকাপে তাদের শেষ ম্যাচের ৪১ দিন পর হতে যাচ্ছে। কিন্তু এই সময়ের বিরতি ফুটবলারদের জন্য পর্যাপ্ত নয় বলে মনে করছে রিয়াল।

আরও পড়ুন-

ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির দাবি, ওই তারিখে ম্যাচ খেলানো হলে সেটা পেশাদার ফুটবল নিয়ে গৃহীত সম্মিলিত চুক্তির বিশ্রাম ও প্রস্তুতির ন্যূনতম সময়ের লঙ্ঘন হবে। রিয়ালের মতে, খেলোয়াড়দের শুধু বিশ্রাম নয়, পর্যাপ্ত ফিজিক্যাল ও ট্যাকটিক্যাল প্রস্তুতির সময়ও প্রয়োজন।

কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিচারক হোসে আলবের্তো পেলায়েজ বৃহস্পতিবার জানিয়ে দেন, তিনি রিয়ালে অনুরোধ বাতিল করেছেন।

তার মতে, খেলোয়াড়রা ১১ জুলাই থেকে বিশ্রামে গেছেন। সম্মিলিত চুক্তিতে উল্লেখিত ২১ দিনের নিরবিচ্ছিন্ন বিশ্রামের সুযোগ তারা ভোগ করেছে। চুক্তিতে অতিরিক্ত ২১ দিনের প্রস্তুতির কোনো বাধ্যতামূলক ধারা নেই, যেমনটা রিয়াল ও খেলোয়াড়দের সংগঠন- এএফই দাবি করেছে।

তবে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে রিয়ালের। সেটি হতে হবে রায় ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে। আপিলেও রায় পরিবর্তন না হলে ১৯ আগস্ট থেকেই নতুন মৌসুম শুরু করতে হবে রিয়ালকে।

Lading . . .